আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে সমস্ত বিদেশী সৈন্যদের চলে যাওয়ার আহ্বান সম্বলিত এক প্রস্তাব সেদেশের পার্লামেন্টে পাশ হয়েছে। ইরানী জেনারেল সোলেইমানির হ'ত্যাকা'ন্ডের কয়েকদিনই পরই ইরাকি পার্লামেন্টে এই প্রস্তাব ওঠে।
কোনো কারণেই যেন বিদেশী সৈন্যরা ইরাকের আকাশ, স্থল এবং জলসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নি'ষে'ধা'জ্ঞা আরো'পের আহ্বানও জানানো হয় ঐ প্রস্তাবে।
ওদিকে, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন বাহিনী 'অ'পারে'শন ইনহেরেন্ট রিজলভ' ঘোষণা করেছে মার্কিন, ব্রিটিশ এবং অন্যান্য দেশের সৈন্যদের নি'রাপ'ত্তার স্বার্থে তারা ইরাকে আইএস-এর বি'রু'দ্ধে সামরিক তৎপ'রতা ব'ন্ধ করে দিচ্ছে।
ইরাকে বর্তমানে আমেরিকার প্রায় ৫,০০০ সৈন্য রয়েছে। কাগজে-কলমে তারা মূলত উপদেষ্টা হিসাবে কাজ করছে। প্রস্তাবের ওপর র্লামেন্টে বি'ত'র্ক শুরুর আগে ইরাকের অস্থায়ী প্রধানমন্ত্রী আদের আব্দুল মাহদি বলেন, যত দ্রু'ত সম্ভব মার্কিন সৈন্যদের ইরাক ছেড়ে চলে যাওয়া উচিৎ।
প্রধানমন্ত্রী মাহদি বলেন, "যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে সুস্থ এবং সঠিক সম্পর্কের খা'তিরে" ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটানো প্রয়োজন।
মার্কিন ড্রো'ন হা'ম'লায় জেনারেল সোলেইমানির সাথে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া ক'মা'ন্ডার আবু মাহদি আল মুহানদিসও নি'হ'ত হন যেটা ইরাকের শিয়াদের মধ্যে প্র'চ'ণ্ড ক্ষো'ভ তৈরি করেছে।
প্রস্তাবে কী রয়েছে..
-ইরাকের পার্লামেন্টে পাশ হওয়া ভোটে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে ইসলামিক স্টেটের বি'রু'দ্ধে যু'দ্ধে সহায়তার যে অনুরোধ আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনীকে করা হয়েছিল তা যেন বা'তিল করে দেয়া হয়।
-বলা হয়েছে, "সরকার যেন ইরাকে বিদেশী সৈন্যের উপস্থিতি এবং ইরাকের স্থল, আকাশসীমা এবং জলসীমা বিদেশী সৈন্যদের জন্য নি'ষি'দ্ধ করার উদ্যোগ নেয়।"
-এছাড়াও, প্রস্তাবে বলা হয়েছে যে "ইরাকি নি'রা'প'ত্তা এবং সা'র্বভৌ'মত্বকে মা'রা'ত্মকভাবে ক্ষু'ণ্ণ" করার জন্য সরকার যেন যুক্তরাষ্ট্রের বি'রু'দ্ধে জাতিসংঘে অ'ভিযো'গ করে। তবে জানা গেছে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের ওপর কোনো আইনি বা'ধ্যবা'ধকতা নেই।