বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৯:১৮:২৩

এবার যুক্তরাষ্ট্রের মূল ভূখ'ণ্ডে হা'মলা করতে যাচ্ছে ইরান

এবার যুক্তরাষ্ট্রের মূল ভূখ'ণ্ডে হা'মলা করতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইরাকে দুটি মার্কিন সাম'রিক ঘাঁ'টিতে ইরানের মি'সা'ইল হা'মলার জ'বা'বে যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখ'ণ্ডের ওপর হা'মলা চা'লা'য় তাহলে ইরানও মূল মার্কিন ভূখ'ণ্ডে হা'মলা চা'লাবে। এমনটাই হু'মকি দিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই দাবি করেছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফা'র্স নিউজ দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ভিডিও প্র'কা'শ করেছে। যেখানে তাকে বিশাল জনস'মাগ'মের সামনে বলতে শোনা যাচ্ছে, ‘যুক্তরাষ্ট্র সম্ভবত আমাদের আ'ঘা'ত করবে। কিন্তু আমরা তাদের আরো বেশি আ'ঘা'ত করবো।’

এ ব্যাপারে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আমি এক সময় (ওবামার শা'স'না'মলে) বলেছিলাম, হি'ট এন্ড রা'ন (হা'মলা করে লু'কিয়ে পড়া) এর সময় শেষ। তোমরা যদি আ'ঘা'ত করো আমরাও পা'ল্টা আ'ঘাত করবো।’ তবে ভিডিওটি কবে ধা'র'ণ করা হয়েছে তা নি'শ্চি'ত হওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যা করে যুক্তরাষ্ট্র। তার ব'দ'লা নিতে ই'রাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁ'টি- ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁ'টিতে হা'মলা চালিয়েছে ইরান। বুধবার ওই দুটি ঘাঁ'টিতে প্রায় ২২টি ক্ষে'পণা'স্ত্র নি'ক্ষে'প করে ইরানি বাহিনী।

ইরানের এই মি'সা'ই'ল হা'ম'লায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নি'হ'ত এবং আরও ২০০ জন আ'হ'ত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দা'বি করা হয়েছে। সূত্র: সিএনএন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে