বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৯:৩৫:২৯

মার্কিন সেনাঘাঁ'টিতে ইরানের হা'মলার পর যা বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন সেনাঘাঁ'টিতে ইরানের হা'মলার পর যা বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে যু'দ্ধের দা'মা'মা বাজিয়ে ইরাকে মার্কিন সেনার দু'টি ঘাঁ'টিতে হা'ম'লা চালিয়েছে ইরান। বুধবার আমেরিকার সেনাকে নি'শা'না করে প্রায় এক ডজন মি'সা'ইল ছুঁ'ড়ে'ছে ইরানের সেনা।

পেন্টাগন সূত্রে খবর, ইরাকের আইন আল-আসাদ এবং ইরবিল সেনাঘাঁ'টিতে মিসাইল হা'ম'লা চালিয়েছে ইরান। ওই দুই ঘাঁ'টিতে ইরাকি বাহিনীর সঙ্গে রয়েছে আমেরিকার নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনীও। হা'ম'লায় কারও হ'তাহ'ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, হা'ম'লার দায় স্বীকার করেছে ইরানের সেনাবাহিনী। কমান্ডার কাশেম সোলেমানির মৃ'ত্যুর ব'দ'লা নিতেই এই হা'ম'লা বলে সরকারি সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছে ইরানি সেনা। তার আরও দাবি করেছে আমেরিকা প্র'ত্যাঘা'তের চেষ্টা করলে আরও ক'ড়া জবাব দেওয়া হবে।

হা'ম'লার সমর্থনে নিজের টুইটার হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জরিফ লেখেন, “আমরা যু'দ্ধ চাই না। তবে যে কোনও আ'গ্রা'সনের চে'ষ্টার ক'ড়া জবাব দেওয়া হবে। জাতিসংঘের নিয়মাবলী মেনেই যে মার্কিন ঘাঁ'টিগু'লি থেকে স'ন্ত্রা'স ছড়ানো হচ্ছিল, সেখানে আমরা হা'ম'লা চালিয়েছি।”

এদিকে, ইরানি হা'ম'লার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি টুইট করেছেন। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, 'অল ইজ ওয়েল। ইরাকের দু'টি সেনাঘাঁ'টিতে হা'ম'লা চালিয়েছে ইরান। তবে সব ঠিক আছে। আমাদের সেনা বিশ্বে সবচেয়ে আধুনিক। আমি কাল সকালে একটি বিবৃতি দিচ্ছি।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে