শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ০৪:২৮:৩২

অবশেষে যাত্রীবাহী বিমানে ক্ষে'পণা'স্ত্র ছোড়ার দায় স্বীকার করলো ইরান

অবশেষে যাত্রীবাহী বিমানে ক্ষে'পণা'স্ত্র ছোড়ার দায় স্বীকার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : দু'র্ঘট'না নয়, ক্ষে'পণা'স্ত্র ছুড়ে ইউক্রেনের বিমান ধ্বং'স করেছে ইরানই। আন্তর্জাতিক চা'পের মুখে অবশেষে মেনে নিল ইরান প্রশাসন। শনিবার বিবৃতি দিয়ে দায় স্বী'কার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। যদিও বিষয়টি অ'নি'চ্ছাকৃত ভাবেই হয়েছে বলে সাফাই তেহরানের। কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলের চা'প বাড়ছিল। 

একে একে মুখ খুলছিলেন কানাডা, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। চা'পের মুখে অবশেষে স্বী'কারো'ক্তি ইরানের। ইরানের দাবি, 'ভু'লব'শত' ক্ষে'পণা'স্ত্র ছুড়ে ধ্বং'স করা হয়েছে ইউক্রেনের বিমানটি। টুইটারে ক্ষে'পণা'স্ত্র হা'ম'লার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 

দুঃখপ্রকাশ করেছেন সেদেশের বিদেশমন্ত্রী জাভেদ জারিফও। তবে সুকৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘা'ড়েও আং'শিক দা'য় চাপিয়েছে তেহরান। জারিফের কৌশলী টুইট লেখেন, "এটা একটা দুঃখের দিন। আমেরিকার রাজনৈতিক হ'ঠকা'রিতার জেরে উত্তে'জনার আবহেই ভু'লব'শত এই বি'প'র্য'য় হয়েছে।"

ইরানের রাজধানী তেহরানে যাত্রিবাহী বিমানটি ভে'ঙে পড়ার পর প্রথমে দু'র্ঘট'না বলেই দাবি করে ইরানি প্রশাসন। শেষমেষ আন্তর্জাতিক চা'পের মুখে দায় স্বী'কার করতে হল তেহরানকে। ইরানের স্বী'কারো'ক্তি ফিরিয়ে আনল সাড়ে পাঁচ বছর পুরানো এক স্মৃতি। ২০১৪ সালের ১৭ই জুলাই, ইউক্রেনের আকাশে ভেঙে পড়ে মালেশিয়ার যাত্রিবাহী বিমান এমএইচ-১৭। প্রাণ হারান দু'শো আটানব্বই জন। 

রাশিয়ার ভাড়াটে সেনার ছোড়া ক্ষে'পণা'স্ত্রেই বিমানটি ভে'ঙে পড়ে বলে, সেসময় সরব হয়েছিল আন্তর্জাতিক মহল। যদিও সেই অভিযোগ কোনওদিনই স্বীকার করেনি মস্কো। সাড়ে পাঁচ বছর পর সেই একই ঘটনার পু'নরাবৃ'ত্তি। এবার অবশ্য দায় স্বী'কার করতে বাধ্য হল তেহরান। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে