শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৮:৫১

'সোলাইমানিকে হ'ত্যা করে বিশ্বকে অনিরাপদ করে তুলেছে আমেরিকা'

'সোলাইমানিকে হ'ত্যা করে বিশ্বকে অনিরাপদ করে তুলেছে আমেরিকা'

আন্তর্জাতিক ডেস্ক : ইরান বলেছে, মার্কিন সরকার ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যা করে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে আগের চেয়ে বেশি অ'নি'রাপ'দ করে তুলেছে। ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, জেনারেল সোলাইমানি ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। তিনি সৌদি আরবের জন্য একটি বার্তা বহন করছিলেন এবং তার সফরটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক। আমেরিকা তার সফরের ব্যাপারে নানা ধরনের প্র'চা'র'ণা চালালেও বাস্তবে সামরিক কোনো কাজে তিনি ইরাক সফরে যাননি।

ইরানি রাষ্ট্রদূত বলেন, জেনারেল সোলায়মানি স'ন্ত্রা'সবা'দের বি'রু'দ্ধে যু'দ্ধ চালাচ্ছিলেন্ এবং তিনি আমেরিকার স'ন্ত্রা'সী হা'ম'লার শি'কা'র হয়ে শা'হাদা'তবরণ করেন। জাতিসংঘ ঘোষণা অনুযায়ী ইরান আ'ত্মর'ক্ষা করার লক্ষ্যে ইরাকে অবস্থিত মার্কিন সা'মরিক ঘাঁ'টিতে হা'ম'লা চালিয়েছে বলেও জানান তিনি। এই ভ'য়াব'হ হা'ম'লা থেকে ট্রাম্প প্রশাসন প্রয়োজনীয় শিক্ষা পেয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

হামিদ বায়িদিনেজাদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানে সম্প্রতি দু'র্ঘ'ট'নার শি'কা'র ইউক্রেনের যাত্রীবাহী বিমানের নি'হ'ত আরো'হীদের পরিবারবর্গকে শো'ক ও স'মবে'দনা জানান। বিমানটি ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লায় ভূ'পা'তিত হয়েছে বলে কোনো কোনো মহল যে দাবি করছে তা প্র'ত্যা'খ্যা'ন করে ইরানি রাষ্ট্রদূত বলেন, বি'ধ্ব'স্ত বিমানের বেশিরভাগ যাত্রী ইরানি ছিল বলে এ ঘটনায় ইরানই সবচেয়ে বেশি ক্ষ'তিগ্র'স্ত হয়েছে। ওই দু'র্ঘ'ট'নার ব্যপারে আন্তর্জাতিক তদন্ত শুরু হয়েছে এবং ত'দ'ন্ত শেষ হলে এর ফলাফল জনসম্মুখ প্রকাশ করা হবে বলে জানান বায়িদিনেজাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে