আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রিত বি'স্ফো'রণ ঘটিয়ে দুটি ১৮ তলা বিল্ডিং ভে'ঙে ফেলা হয়েছে। বিল্ডিং দুটি ভারতের কেরালার কোচিতে অবস্থিত। সেখানে আরও দুটি বিল্ডিং ভে'ঙে ফেলা হবে বলে জানা গেছে। জানা গেছে, চারটি বিল্ডিংয়ে অন্তত ৩৫০টি বিলাসবহুল ফ্ল্যাট ছিল। সেখানে বসবাস করত প্রায় ২৪০টি পরিবার।
বিল্ডিং ধ্বং'স করার আগে বাসিন্দাদের স'রিয়ে দেয় প্রশাসন। ওই চারটি বিল্ডিং সমুদ্র উপকূল এলাকায় নির্মাণের নিয়ম না মেনেই তৈরি হয়েছিল। এই অ'ভিযো'গে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। চার মাস আগে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নি'র্দে'শ দেয় কোচির মারুদু এলাকার এই বিল্ডিংগু'লি ভে'ঙে ফেলার।
এদিকে, বিল্ডিং ভা'ঙার আগে ওই এলাকায় ১৪৪ ধারা জা'রি করা হয়। তারপর বিল্ডিং থেকে নি'রাপ'দ দূরত্বে সরিয়ে দেওয়া হয় স্থানীয়দের। পরে 'আলফা সেরেনা' ও 'এইচ২ও হোলিফেথ' নামের টুইন-টাওয়ার ভে'ঙে ফেলা হয়। গোটা প্র'ক্রি'য়া কেরালার প্রশাসনের তত্ত্বাবধানে হয়। বিল্ডিং ভে'ঙে ফেলার সেই ভিডিও সংবাদ সংস্থা এএনআই সহ অনেক ব্যক্তিগত হ্যা'ন্ডলে পোস্ট হয়েছে।
দুটি বিল্ডিং ভা'ঙতে প্রায় ৮০০ কেজি বি'স্ফো'রক ব্যবহার করা হয়েছে। এমনভাবে বিল্ডিং দুটি নি'য়'ন্ত্রি'ত বি'স্ফো'রণের দ্বারা ভে'ঙে ফেলা হয়, যাতে সেগুলি কোনও দিকে হেলে না পড়ে। যেখানে বিল্ডিংগুলি দাঁড়িয়ে ছিল সেখানেই ভে'ঙে পড়ে। এই এলাকায় অন্য যেসব বিল্ডিং রয়েছে, সেগুলির বাসিন্দাদের ঘরের সব বৈদ্যুতিক উপকরণ ব'ন্ধ রাখতে নি'র্দে'শ দেওয়া হয়েছিল।
সেই সঙ্গে বলা হয়, ধুলা-ধোঁয়া থেকে বাঁচতে ঘরের দরজা জানালা যাতে ব'ন্ধ রাখেন তারা। প্রশাসন জানিয়েছে, রবিবার ১৭ তলার আরও দুটি বিল্ডিং 'জৈন কোরাল কোভ' ও 'গোল্ডেন কায়ালোরাম' ভে'ঙে ফেলা হবে। সুপ্রিম কোর্ট চারটি বিল্ডিংয়ের বাসিন্দাদের পরিবার পিছু ২৫ লাখ টাকা করে ক্ষ'তি'পূরণ দিতেও নি'র্দে'শ দিয়েছিল। ভে'ঙে পড়ার মুহুর্তের ভিডিও..