আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরো'ধীতা করে বিক্ষো'ভের আ'ব'হে কলকাতার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন মোদির সঙ্গে বৈঠক শেষে মমতা বললেন, 'সিএএ, এনআরসি নিয়ে আপনারা ভাবুন ফের। আমি বলেছি, সিএএ-এনআরসি বা'তিল করা হোক।'
নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে গোটা দেশের মতো যখন বাংলায় বিক্ষো'ভ চলছে, সেই আবহে মোদি-মমতা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। উল্লেখ্য, সিএএ বিরো'ধিতার অন্যতম প্রধান মুখ মমতা। মোদির সঙ্গে বৈঠকে কী নিয়ে কথা হল মমতার?
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ''প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে, সৌজন্যের মধ্যে পড়ে। রাজ্যের ২৮ হাজার কোটি টাকা পাওনা আছে কেন্দ্রের থেকে। তাছাড়া বুলবুলের ৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে। রাজ্যের টাকা যেটা আমাদের প্রাপ্য, তা মিটিয়ে দেওয়া হয় যাতে, তা বলেছি''।
এরপরই মমতা বলেন, ''আজ বলেছি, আপনি আমার অতিথি, জানি না বলা ঠিক হবে কিনা, তবুও বলছি, সিএএ, এনপিআর, এনআরসির বি'রু'দ্ধে আন্দোলন চলছে। মানুষে মানুষে বৈ'ষ'ম্য হওয়া উচিত নয়। কোনও মানুষের উপর কোনও অত্যা'চার যেন না হয়। এটা দেখার জন্য বলেছি। সিএএ-এনআরসি নিয়ে আপনারা ভাবুন ফের। আমরা চাই সিএএ-এনআরসি বাতিল হোক''।
এ প্রসঙ্গে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, ''দিনে দিনে বাড়ল দেনা মমতার। বাইরে এক কথা বলেন, ভিতরে আরেক কথা বলেন। অতীতেও আমরা দেখেছি এটা। শীতকালে যাত্রা বেড়ে যায়। যাত্রাশিল্পী হিসেবে নাম লেখানো উচিত মমতার। দেনা নিয়ে অর্থমন্ত্রী, অর্থসচিবের সঙ্গে কথা বলতে হয়, তাদের বাদ দিয়ে একান্তে আলোচনা হয় না''।