বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ১২:০৭:৫৭

তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্ব'স্ত নিয়ে প্রকাশ্যে এলো আরেক চাঞ্চ'ল্যকর রিপোর্ট

তেহরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্ব'স্ত নিয়ে প্রকাশ্যে এলো আরেক চাঞ্চ'ল্যকর রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই বি'ত'র্ক ছিল যে ইরানের ক্ষে'পণা'স্ত্রেই সম্ভবত শেষ হয়ে যায় ইউক্রেনের বিমান। ১৭৬ জনকে নিয়ে রওনা হওয়া বিমান আচ'মকাই আকাশে আ'গুনের কু'ণ্ড'লী পাকিয়ে ভেঙে পড়ে তেহরানের মাটিতে। আর সেই ঘটনায় ইরানের দিকে আঙুল তুলতে থাকে বিশ্বের একাধিক দেশ। এরপর প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর রিপোর্ট।

নিউ ইয়র্ক টাইমস এর খবর অনুযায়ী, যে রাতে প্রথমবার ইরাকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে আ'ক্রম'ণ করে ইরান, সেই দিন সকালেই ইরান থেকে ইউক্রেনের বিমান উড়তেই তা মুহূর্তে ভে'ঙে পড়ে। আর নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, ২ টি ইরানি মিসা'ইল সেদিন ধ্বং'স করেছে ইউক্রেনের বিমানকে। এর আগে গোটা বিশ্ব যখন ইরানের ওপর ইউক্রেনের বিমান নিয়ে চা'প দেওয়া শুরু করে, তখন বিষয়টি মেনে নেয় ইরান। 

ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি ইউক্রেনের বিমানে থাকা যাত্রীদের পরিবারের প্রতি দুঃ'প্রকাশ করে জানান যে ভুল করে ইরান এই মিসা'ইল ক্ষে'পণ করে। আর তাতেই প্রাণ যায় ১৭৬ জনের। কানাডার তরফে সেদেশের রাষ্ট্রপ্রধান জাস্টিন ট্রুডো তদ'ন্তের প্রাথমিক রিপোর্ট আসতেই জানিয়ে দেন যে তার দেশ মনে করছে ইউক্রেনের বিমান হা'ম'লার নেপথ্যে থাকতে পারে ইরান। 

উল্লেখ্য, ইউক্রেনের ওই বিমানে ছিলেন ৬৩ জন কানাডিয়ান নাগরিক। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনের বিমানের ভে'ঙে পড়ার ঘটনা নিয়ে বারবার স'ন্দে'হ প্রকাশ করা হয়। কারণ, প্রথম থেকেই ইরান বিমানের ব্ল্যাকবক্স দিতে রাজি হচ্ছিল না। আর তার জেরেই শুরু হয় বি'ত'র্ক। কারণ বিমানের ব্ল্যাকবক্সই বলে দিতে পারে একমাত্র যে বিমানের দু'র্ঘ'টনার নেপথ্যে কোন কারণ থাকতে পারে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে