আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ারর আর্থিক লোকসান হলেও যেটা সত্যি সেটা বলতে তিনি পিছপা হবেন না, মঙ্গলবার একথা সাফ জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বরাবরই ঠোঁটকা'টা বলে পরিচিত ৯৪ বছরের মাহাথির সম্প্রতি ভারতের নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ নিয়ে মোদি সরকারের সমা'লোচনা করেছিলেন। তারপরই গত সপ্তাহে মালয়েশিয়া থেকে পরিশো'ধিত পাম অয়েল আমদানির উপর নিষে'ধাজ্ঞা চাপিয়েছে দিল্লি।
গত বৃহস্পতিবার বিদেশ মন্ত্রনালয় অবশ্য বলেছে, কোনও নির্দিষ্ট দেশের আমদানির উপর নিষে'ধাজ্ঞা আরোপিত হয়নি। বাণিজ্যিক কারণে দ্বিপাক্ষিক সম্পর্ককে মাথায় রেখেই এই বিধিনি'ষেধ। প্রসঙ্গত, সারা বিশ্বে সর্বাধিক পাম অয়েল উৎপাদন এবং রপ্তানিতে ইন্দোনেশিয়ার পরই দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। ভারতে বিশ্বের সর্বাধিক পাম অয়েল আমদানি হয়। কিন্তু মাহাথিরের ওই মন্তব্যের পরই মালয়েশিয়ার পরিশো'ধিত পাম অয়েল আমদানি নি'ষি'দ্ধ করেছে ভারত। মার্চে পাম অয়েলের বরাত ০.৯ শতাংশ নেমে গিয়েছে।
মালয়েশিয়ার বদলে এখন অপ'রিশো'ধিত পাম অয়েল ইন্দোনেশিয়া থেকে কিনছে ভারত। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় স্বভাবতই বড় ধা'ক্কা লেগেছে মালয়েশিয়ার অর্থনীতিতে। কিন্তু এব্যাপারে নিজের মন্তব্যে অটল মাহাথির সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ভারতে পাম অয়েল বিক্রি ব'ন্ধ হয়ে যাওয়ায় আমরা নিশ্চয়ই উ'দ্বি'গ্ন। কিন্তু ভুল কিছু হলে সেটা খোলাখুলি আমাদের বলতেই হবে। যদি আপনি ভুলটা হয়ে যেতে দেন আর নিজের অর্থচিন্তাই শুধু করেন তাহলে আমি মনে করি ওই ভুলটা আমরা এবং সবাই করবে।’
যদিও বৃহত্তম আমদানিকারের বিকল্প পাওয়া সহজ হবে না তবুও আর্থিক ক্ষ'তি সামলাতে তারা এখন পাকিস্তান, ফিলিপিন্স, মায়ানমার, ভিয়েৎনাম, ইথিওপিয়া, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আলজেরিয়ায় আরও বেশি করে পাম অয়েল রপ্তানি করছেন বলে জানালেন ড. মাহাথির। এব্যাপারে কূটনৈতিক স্তরে আলোচনাও চলছে বলে জানান তিনি। দিন কয়েক আগে সৌদি আরবের সঙ্গেও নিজের এই ঠোঁটকা'টা স্বভাবের জন্যই কূটনৈতিক সম্পর্ক ন'ষ্ট করেছেন ড. মাহাথির। ভারতের সঙ্গে এর আগেও তার সমস্যা হয়েছিল, যখন তিনি বলেছিলেন যে দিল্লি জব'রদ'স্তি কাশ্মীর দ'খল করে রেখেছে। যদিও পরে সেই সম'স্যা মিটে যায়। সূত্র : আজকাল