শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ১২:০১:৫২

যুক্তরাষ্ট্রকে ১০ বার ধ্বং’স করা হবে: খামেনি

যুক্তরাষ্ট্রকে ১০ বার ধ্বং’স করা হবে: খামেনি

আন্তর্জতিক ডেস্ক : গত আট বছরের মধ্যেই এই প্রথম শুক্রবার তেহরানে জুমার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ড্রো'ন হা’ম’লা চা'লিয়ে কাসেম সোলাইমানিকে হ’ত্যা’ মার্কিন প্রশাসনের জন্য ল'জ্জার। এটা তাদের স’ন্ত্রা’সী চরিত্র।

দখ'লদার ইসরাইলকে একটি ক্যা'ন্সারের টি'উমার আখ্যায়িত করে কেউ দেশটির বি'রোধি'তা করলে তাকে সহায়তার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা।

জুমার খুতবায় ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হা’ম’লার বিরু’দ্ধে হু’শিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দশ বারের বেশি ধ্বং’স হয়ে যাবে।-খবর ডয়চে ভেলের

এর আগে সোলেইমানি হ’ত্যা’কা’ণ্ডের ক'ঠিন প্র’তিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত ৮ জানুয়ারি ই’রাকে মা’র্কিন ঘাঁ’টিতে ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লা চালিয়েছে ইরান।

ওই হা’ম’লার প্রশংসা করে খামেনি বলেন, উদ্ধত শক্তির মুখে থা'প্পর দেয়ার শক্তি ই’রানের রয়েছে। এতে বোঝা যাচ্ছে, আল্লাহ আমাদের সহায়।

এর আগে ২০১২ সালে ইসলামী বিপ্লবের ৩৩তম বার্ষিকীতে জুমায় ইমামতি করেছিলেন ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ ধর্মীয় এ নেতা। আর আজ দীর্ঘ ৮ বছর পর জুমার নামাজের ইমামতি করলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে