আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে সরকার বিরো'ধী বিক্ষো'ভে নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি ও টিয়ার গ্যাসে ১৩ জন বিক্ষো'ভকারী আহ'ত হয়েছেন। এ সময় বিক্ষো'ভকারীরা শহরের মূল সড়ক বন্ধ করে দেয় বলে সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
এই মাসের শুরুর দিকে ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার ড্রোন হা'মলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নি'হ'তের ঘটনায় ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সৃষ্ট উত্তে'জনার মধ্যে গত সপ্তাহে ইরাকে বিক্ষো'ভ শুরু হওয়ার পর সর্বশেষ এই সহিং'সতার ঘটনা ঘটল।
চিকিৎসক এবং নিরা'পত্তা কর্মকর্তারা জানান, রাজধানীর সিনাক ব্রিজ এবং আশপাশের তায়রান স্কয়ারের নিকটে নিরা'পত্তা বাহিনী টিয়ার গ্যাস ও সরাসরি গু'লি চালায়, যা সাম্প্রতিক দিনগুলোতে নিয়মিত দৃ'শ্য হয়ে দাঁড়িয়েছে। শহরে টিয়ার গ্যা'স থেকে ধোঁয়া উঠার পর আহ'তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বিক্ষো'ভকারীরা প্রধান প্রধান সড়ক ও চলাচল ব'ন্ধ করে দেয়ায় জাতীয় নিরা'পত্তা কাউন্সিল নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেয়ার পর এখন পর্যন্ত কমপক্ষে নয়জনকে গ্রে'প্তার করা হয়েছে। ইতিমধ্যে, জাতিসংঘ ইরাকে রাজনৈতিক সংস্কার ও বিক্ষো'ভকারীদের এই আন্দো'লনকে ঘিরে দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিক্ষো'ভকারীরা দক্ষিণের তেল সমৃদ্ধ প্রদেশ বসরার সাথে দক্ষিণের শহর নাসিরিয়া মহাসড়ক অবরো'ধ করে রাখে। অ'জ্ঞা'ত ব'ন্দু'ক'ধা'রীরা একটি দ্রু'তগামী গাড়ি থেকে তাদের ল'ক্ষ্য করে গু'লি চালালে কমপক্ষে ছয়জন বি'ক্ষো'ভকারী আহ'ত হয়।
রবিবার বাগদাদ ও দক্ষিণ ইরাকে বি'ক্ষো'ভকারীরা টায়ার জ্বা'লিয়ে প্রধান প্রধান সড়ক অ'বরো'ধ করে রাখে। এ সময় কমপক্ষে ২৭ জন আহ'ত হয়। বি'ক্ষো'ভকারীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে এক সপ্তাহের সময়সীমা দিয়েছে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে নতুন করে বি'ক্ষো'ভের ডাক দেয়া হবে বলে তারা জানিয়েছেন।
গত বছরের ১ অক্টোবর থেকে কর্মসংস্থান, সরকারি সেবা উন্নতকরণ ও দু'র্নী'তির অব'সানের দাবিতে এ বি'ক্ষো'ভ শুরু হয়। বি'ক্ষো'ভকারীরা নির্বাচনের আগে এবং শা'সকগো'ষ্ঠীর পাশে থেকে পদক্ষেপ নেয়ার পাশাপাশি ইরাকে সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যবস্থা ব'ন্ধ করারও দাবি জানিয়ে আসছে। বি'ক্ষো'ভ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫০০ জন নিরা'পত্তা বাহিনীর গু'লিতে মা'রা গেছে। সূত্র : এপি ও ইউএনবি।