আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে রোহিঙ্গা গণহ'ত্যার দা'য় মিয়ানমার এড়াতে পারে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা নি'ধ'ন অ'স্বী'কার করে যে দাবি করছে সেটি ভি'ত্তিহী'ন।
আইসিজের বিচারক বলছেন, গণহ'ত্যার কনভেনশনে কোনো রাষ্ট্রই বিচারের ঊ'র্ধ্বে নয়। এ মামলায় মিয়ানমার অস'হযো'গিতা করেছে। গণহ'ত্যার অ'ভিযো'গ অ'স্বী'কার করতে আইসিজে আদালতের এখতিয়ার নিয়ে মিয়ানমারের দাবি না'ক'চ করেন বিচারক। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের কাছে ক্ষ'তিপূরণ চাইতে পারবে বলেও জানিয়েছেন আইসিজে।
মিয়ানমারের বি'রু'দ্ধে গণহ'ত্যা মামলায় জ'রুরি ব্যবস্থা নেয়ার আবেদনের বিষয়ে বৃহস্পতিবার বিকাল ৩টায় সিদ্ধান্ত পড়তে শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ আবেদনের বিষয়ে বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
আদালত জানান, গণহ'ত্যা সনদের ধারা ২ এর আলোকে রোহিঙ্গা জনগো'ষ্ঠী একটি বিশেষ সুর'ক্ষার অধিকারী (প্রোটেক্টেড) গো'ষ্ঠী হিসেবে বিবে'চ্য। সনদের সংশ্লিষ্ট ধারা ৮ ও ৯ এর আওতায় এই মামলা দা'য়েরের গাম্বিয়ার প্রা'ধিকার। এ বিষয়ে মিয়ানমারের আদালতে আ'প'ত্তি গ্রহণযোগ্য নয়। গাম্বিয়া নিজ উদ্যোগে এই আবেদন করেছে। এরপর তারা ওআইসিসহ যেকোনো সংস্থা ও দেশের কাছে তারা সহযোগিতা চাইতে পারে।
তাতে মামলা করার অধিকার ক্ষু'ণ্ন হয় না। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচা'রিক আদালতে মিয়ানমারের বি'রু'দ্ধে গণহ'ত্যার অ'ভিযো'গে মামলা করে। মামলায় বলা হয়, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গ'ণহ'ত্যা, ধ'র্ষ'ণ ও সা'ম্প্র'দা'য়িক নি'ধ'ন চালিয়েছে।