শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:৩৫:২২

ছুটির অভাবে ভালোবাসা দিবসে অফিসেই বিয়ে সারলেন জেলাশাসক ও এএসপি

ছুটির অভাবে ভালোবাসা দিবসে অফিসেই বিয়ে সারলেন জেলাশাসক ও এএসপি

আন্তর্জাতিক ডেস্ক : দুই জনই বড় সরকারি কর্মকর্তা। একজন পুলিশে অন্যজন প্রশাসনে। সারাদিনই ব্যস্ত, কাজের ব্যাপক চাপ। ছুটি নেয়াও মুশকিল। ব্যস্ততার কারণেই বিয়ের জন্য বেঁচে নিয়েছেন ভালোবাসা দিবসকে। ছুটির অভাবে তাও আবার বিয়ে সারলেন অফিসেই। 

বিয়ের ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ায়। বিয়ের বড় হলেন- উলুবেড়িয়ার জেলা শাসক তুষার সিংলা। পাত্রী আইপিএস অফিসার (এএসপি) নভজ্যোৎ সানা। পরিচয়ের শুরু থেকেই তুষার-সানা প্রেম করছেন। অবশেষে শেষে চার হাত এক হলো ভালোবাসা দিবসেই। অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন প্রেমিক তুষার।

বিয়ের ছবিতে দুই জনকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে। তাদের দেখে যে কেউই বলে দেবেন- অফিসে হোক আর যেখানেই হোক বিয়ে করেই যেন তারা গুরু দায়িত্ব সারলেন। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। নবদম্পতিকে আশীর্বাদও করেন তারা। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে