শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ০১:১৭:১৪

একের পর এক দেশে করোনার ভ'য়াবহ থা'বা, ক্রমেই বিচ্ছি'ন্ন হয়ে পড়ছে বিশ্ব

একের পর এক দেশে করোনার ভ'য়াবহ থা'বা, ক্রমেই বিচ্ছি'ন্ন হয়ে পড়ছে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : অধিকাংশ দেশে প্রা'ণঘা'তী করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় ক্রমেই বি'চ্ছিন্ন হয়ে পড়ছে গোটা বিশ্ব। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ বহি'র্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ ব'ন্ধ করে দিয়েছে। ভ্রমণেও নিষে'ধা'জ্ঞা আরো'প করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এর প্রাদু'র্ভাবকে বৈশ্বিক মহামা'রী হিসেবে ঘোষণার পর বিভিন্ন দেশ নানা পদক্ষে'প নিতে শুরু করেছে। 

দেশগুলো স্বেচ্ছায় অন্য দেশ থেকে নিজেকে বি'চ্ছিন্ন করে ফেলছে। করোনা আত'ঙ্কে ভারত সব ধরনের ভিসা ব'ন্ধ করে দিচ্ছে। ইউরোপে সব ধরনের ভ্রমণ স্থ'গিত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও লেবানন। ভারতে ফ্লাইট পরিচালনা ব'ন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনস। ভারতে বাংলাদেশিদের প্রবেশে নিষে'ধা'জ্ঞা জারি করায় বিমান সংস্থাগুলো এ ঘোষণা দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারের ওয়েবসাইট অনুযায়ী বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়েছে। ইতালিতে একদিনে সর্বোচ্চসংখ্যক মানুষের মৃ'ত্যু হয়েছে। সারা বিশ্বে নতুন করে ২৩৮ জন আ'ক্রা'ন্ত হয়েছে। এর মধ্যে চীনে ১৮ জন, দক্ষিণ কোরিয়ায় ১৪৪, যুক্তরাষ্ট্রে ৩৫, অস্ট্রেলিয়ায় ২১, কানাডায় চার, পোল্যান্ডে ১৩, ভারত ও থাইল্যান্ডে ১১, ইসরাইল ও বেলারুশে তিনজন এবং মেক্সিকোতে একজন করোনায় আক্রা'ন্ত হয়েছে।

সারা বিশ্বে এক লাখ ২৬ হাজার ৩৮০ জন আক্রা'ন্ত হয়েছে। এর মধ্যে চার হাজার ৬৩৫ জন প্রাণ হা'রিয়েছে। আর সুস্থ হয়ে ৬৮ হাজার ৩১৩ জন বাড়ি ফিরে গেছে। প্রবাসী বাংলাদেশিদের তাড়াহুড়ো করে এ মুহূর্তে দেশে না ফেরার পরা'মর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, যিনি যে দেশে আছেন সেখানেই থাকুন, সেই দেশের নিয়ম-কানুন ও পদক্ষেপ অনুসরণ করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে