শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ০৬:৫৬:০১

করোনাভাইরাস নিয়ে যে ১০ প্রশ্নের উত্তর সবার জানা দরকার

করোনাভাইরাস নিয়ে যে ১০ প্রশ্নের উত্তর সবার জানা দরকার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজু'ড়ে ম'হামা'রীর রূ'প পাওয়া নভেল করোনাভাইরাস ছ'ড়াচ্ছে আ'ত'ঙ্ক, সেই সঙ্গে ছ'ড়িয়ে পড়ছে অসংখ্য গু'জ'ব।সংবাদমাধ্যম, সোশাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের যে প্রশ্নগুলো আসছে, তার মধ্যে গু'রু'ত্বপূর্ণ ১০টি প্রশ্ন বাছাই করে স্বা'স্থ্য সুর'ক্ষা'র সঠিক বা'র্তা পৌঁছে দিতে উত্তর খোঁ'জার চে'ষ্টা করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

নভেল করোনাভাইরাসের লক্ষ'ণ দেখা দেয় কত দিনে?

চিকিৎসকদের বরাতে বিবিসি বলছে, সাধারণত পাঁচ দিনের মধ্যেই রোগের লক্ষ'ণ প্রকা'শ পায়। তবে কারো কারো ক্ষেত্রে উ'পস'র্গ দেখা দিতে আরও বেশি সময় লাগতে পারে।সং'ক্র'মণের স'ন্দে'হ হলে অন্ত'ত ১৪ দিন ন'জ'রদা'রিতে রা'খার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে কোনো কোনো গবে'ষক ২৪ দিন পর্যন্ত প'র্যবে'ক্ষ'ণে রাখার পক্ষে।রো'গের উ'পস'র্গ দেখা দেওয়ার স'ম্ভা'ব্য সময় জানা খুবই গু'রু'ত্বপূর্ণ। এর ফলে রো'গের বি'স্তার' রো'ধে চিকি'ৎসক ও স্বা'স্থ্য বিশেষ'জ্ঞরা কা'র্য'কর প'দক্ষে'প নিতে পারেন।

একবার সে'রে উঠলে এ রো'গ আবার হতে পারে?
যেহেতু নতুন করোনাভাইরাসের সাথে মানুষের পরিচিয় ঘ'টে'ছে আড়াই মাস হল, তাই এখনই এই প্রশ্নের সুনি'শ্চি'ত উত্তর দেওয়া ক'ঠিন।তবে এর মধ্যে যেটুকু অভি'জ্ঞতা হয়েছে, তা থেকে বলা যায়, নভেল করোনাভাইরাসসহ যে কোনো ভাইরাসের বি'রু'দ্ধে শরীরে এ'ন্টিব'ডি বা রো'গী প্র'তিরো'ধী ব্য'বস্থা গড়ে উঠলে সেই ভাই'রাস আর সং'ক্র'মণ ঘ'টাতে পারে না।

বিবিসি জানাচ্ছে, সা'র্সসহ অন্য যে করোনাভাই'রাসগুলো এর আগে ছ'ড়িয়েছে, সেগুলোতে আ'ক্রা'ন্ত রো'গীরা পু'রোপু'রি সে'রে ওঠার পর ফে'র সং'ক্র'মিত হওয়ার ঘ'ট'না নেই।এবার নভেল করোনাভাইরাসের প্রা'দু'র্ভা'বে পর চীনের কিছু মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে, সুস্থ হয়ে বাড়ি ফি'রে যাওয়ার পরও কয়েকজনের মধ্যে নতুন করে ভাই'রাস ধ'রা পড়েছে। তবে সেসব পরী'ক্ষা'র ফ'লাফ'ল সঠিক ছিল কি না, তা এখনও নি'শ্চি'ত নয়।তবে গু'রু'ত্বপূর্ণ বিষয় হল, কেউ একবার সু'স্থ হয়ে উঠলে তার মাধ্যমে আর ভাইরাস ছ'ড়া'নোর আ'শ'ঙ্কা নেই।

করোনাভাইরাস আর ফ্লু'র তফাত কী?

বিবিসি লিখেছে, করোনাভা'ইরাস আর সাধারণ ফ্লু'র উ'পস'র্গগুলোর মধ্যে বেশ কিছু মিল রয়েছে। ফলে পরী'ক্ষা না করে এটা বো'ঝা মু'শকি'ল হয়ে ওঠে।নভেল করোনাভাইরাসের প্র'ভা'বে যে রো'গ হচ্ছে, তাকে বলা হচ্ছে কভিড-১৯। এর প্রধান উ'পস'র্গ জ্ব'র, কা'শি। এসব উ'পস'র্গ ফ্লু'তেও থাকে। তবে ই'নফ্লু'য়ে'ঞ্জা বা ফ্লু' হলে গ'লা ব্য'থার মত উ'পস'র্গও থাকে। আবার নভেল করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত অনেকের ক্ষেত্রে শ্বা'সক'ষ্ট থাকতে পারে, যা 'ফ্লু'তে দেখা যায় না।

বাংলাদেশে কারও নভেল করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হওয়ার স'ন্দে'হ, ল'ক্ষ'ণ বা উ'পস'র্গ দেখা দিলে স'রাস'রি জাতীয় রো'গত'ত্ত্ব, রো'গ নি'য়ন্ত্র'ণ ও গবে'ষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার। বরং বাড়িতে থেকে হটলাইন নম্বরে (০১৯৪৪৩৩৩২২২) ফোন করলে তারাই বাড়িতে গিয়ে পরী'ক্ষার জন্য ন'মু'না সংগ্রহ করবে বলে জানানো হয়েছে।

স্বে'চ্ছায় কো'য়ারেন্টি'নে থাকতে কী করতে হবে?

স্বে'চ্ছা'য় কো'য়ারে'ন্টিনে থাকার অর্থ হল ১৪ দিন মে'লামে'শা এ'ড়িয়ে নির্দি'ষ্ট একটি ঘরে অবস্থান করা। এ সময় কর্মস্থ'ল, স্কুল বা জ'নস'মাগ'ম স্থ'লে যাওয়া যাবে না। পাশাপাশি গণপরিবহন বা ভাড়ায় চালিত যানবাহন যেমন ট্যাক্সি, অটোরিকশা ব্য'বহার করা যাবে না। ঘরে অবস্থা'নকালে পরিবারের অন্যদের সং'স্প'র্শও এ'ড়ি'য়ে চলতে হবে।

এ সময় বাজার করা, কে'নাকা'টা, ওষুধ কেনা বা অন্য কোনো প্রয়োজন দেখা দিলে নিজে না গিয়ে কারো স'হায়'তা নেওয়াই ভালো। হোম ডেলিভারিতে বাসার দড়জায় এসে পণ্য নামিয়ে দিয়ে গেলে সমস্যা নেই; তবে বাইরের কারও ঘরে ঢো'কা ঠিক হবে না।ঘরে পো'ষা প্রাণি থাকলে তাদের সং'স্প'র্শে না যাওয়াই ভালো। আর যদি তা সম্ভব না হয়, তাহলে প্রতিবার স্প'র্শ করার পর ভালোভাবে হাত ধু'য়ে নেওয়ার পরাম'র্শ দিচ্ছেন চিকিৎ'সকরা।

অ্যা'জমা রোগীর ক্ষেত্রে নভেল করোনাভাইরাস কতটা ঝুঁ'কিপূ'র্ণ

যারা ইতোমধ্যে অ্যা'জমা বা শ্বা'সক'ষ্টে ভু'গছেন, তাদের মধ্যে নভেল করোনাভাইরাসের সং'ক্র'মণ ঘ'টলে শ্বা'সত'ন্ত্রের জ'টিল'তা আরো বাড়তে পারে।যুক্তরাজ্যের অ্যাজমা বিশেষ'জ্ঞদের পরাম'র্শ হচ্ছে, যারা এই মুহূর্তে কভিড-১৯ নিয়ে উ'দ্বি'গ্ন, তারা যেন অ্যা'জ'মা রো'গে নিজেকে ভালোর রাখার প্রয়োজনীয় সকল পদ্ধ'তি মে'নে চলেন। যেমন, চিকিৎসকের পরাম'র্শ মে'নে নিয়মিত ই'নহে'লার নিতে হবে। সেক্ষে'ত্রে নভেল করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত হলেও হ'ঠাৎ অ্যা'জ'মা অ্যা'টা'ক এ'ড়া'নো সহজ হবে।

দরজার হাতল থেকে কি নভেল করোনাভাইরাস ছ'ড়াতে পারে?
কভিড-১৯ আ'ক্রা'ন্ত ব্যক্তির হাঁ'চি-কা'শির সময় হাতে ক'ফ বা থু'থু লে'গে গেলে তারপর যদি ওই ব্যক্তি কোনো কিছু স্প'র্শ করেন, তবে ভাইরাস ওই ব'স্তুতেও ছ'ড়িয়ে পড়বে। সেক্ষেত্রে দরজার হাতলে ভাই'রাস লে'গে থাকার স'ম্ভাব'না যথে'ষ্ট।বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো বস্তুর উপরিত'লে এ ভাই'রাস বেশ কয়েকদিন পর্যন্ত বেঁ'চে থাকতে পারে। আর সে কারণে ঝুঁ'কি এ'ড়াতে ঘ'ন ঘ'ন হাত ধো'য়ার বিক'ল্প নেই।

সুইমিং পুলে সাঁতার কা'টা কি নি'রাপদ?

সুইমিং পুলের পানিতে ক্লো'রি'ন মে'শা'নো থাকে; এই রাসায়নিক ভাই'রাস ধ্বং'সে কা'র্যক'র। তাই সুইমিং পুলের পানিতে যদি যথাযথ মাত্রায় ক্লো'রিন মে'শা'নো থাকে, তাহলে তা নি'রাপদ।তবে সাঁতারের পর কাপড় ব'দলের ক'ক্ষে মানুষের সং'স্প'র্শে এলে সং'ক্র'মণের ঝুঁ'কি রয়েছে।

মাস্ক পরলে কি ভাইরাসের সং'ক্র'মণ ঠে'কানো যাবে?

চিকিৎসকরা প্রায়ই মুখে মাস্ক পরে থাকেন, তবে সাধারণ মানুষের বেলায় এর কা'র্যকা'রিতা নিয়ে তেমন কোনো প্রমাণ নেই।বিশেষজ্ঞরা বলছেন, নভেল করোনাভাই'রাস থেকে সু'র'ক্ষায় তারা কোনো ফে'ই'সমা'স্ক ব্যবহারের পরাম'র্শ দিতে চান না। বরং নিয়মিত হাত ধুলে সু'র'ক্ষি'ত থাকার স'ম্ভাব'না বা'ড়ে। তবে কেউ আ'ক্রা'ন্ত হলে তার মাস্ক পরা উচিৎ, যেন তার মাধ্যমে অন্যদের অন্যদের সং'ক্র'মণের ঝুঁ'কি ক'মা'নো যায়।

শিশুরা কতটা ঝুঁ'কিতে?

চীনের ত'থ্য-উপা'ত্ত থেকে দেখা যায়, শিশুদের শরীরে নভেল করোনাভাইরাসের সং'ক্র'মণ কমই ঘ'টে'ছে। তবে শিশুদের মধ্যে যাদের অ্যা'জ'মা রয়েছে, তাদের অবশ্যই সত'র্ক থাকতে হবে।

আ'ক্রা'ন্তের হাতের রান্না করা খাবার খেলে কি সংক্রমণের ঝুঁকি থাকে?

কভিড-১৯ আ'ক্রা'ন্ত কারো হাতে রান্না করা খাবার যদি স্বা'স্থ্যস'ম্মতভাবে পরিবেশন করা না হয়, তাহলে সং'ক্র'মণের ঝুঁ'কি অবশ্যই থাকবে। হাতে লা'গা ক'ফ বা জী'বা'ণু রো'গ থেকে ছ'ড়াতে পারে।সং'ক্র'মণের ঝুঁ'কি এ'ড়া'তে খাবার স্প'র্শ করা বা খাওয়ার আগে সবাইকেই হাত ধু'য়ে নিতে পরাম'র্শ দিচ্ছেন চিকিৎসরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে