শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ০৭:৪৯:৪৬

গরমে কী আসলেই কমবে করোনাভাইরাসের আ'ক্র'মণ?

গরমে কী আসলেই কমবে করোনাভাইরাসের আ'ক্র'মণ?

করোনাভাইরাসে আ'ক্রা'ন্ত ও মৃ'ত্যু বে'ড়েই চ'লেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এই ভাইরাসে মৃ'তের সংখ্যা পাঁচ হাজার ছা'ড়িয়েছে।পরিসং'খ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়া'র্ডোমি'টারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৩২টি দেশের ১ লাখ ৩৮ হাজার ১৫৬ জন মানুষ করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। এর মধ্যে মা'রা গেছেন ৫ হাজার ৮০ জন। আর সু'স্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭১৪ জন।

ওয়েবসাইটটি জানাচ্ছে, বর্তমানে এ ভাইরাসে আ'ক্রা'ন্ত ৬২ হাজার ৩৬০ জন মানুষ চিকি'ৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ হাজার ৭৫৯ জনের অব'স্থা স'ঙ্কা'টাপ'ন্ন আর ৫৬ হাজার ৬০১ জনের অবস্থা স্থি'তিশী'ল।

ভাইরাসে আ'ক্রা'ন্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮০ হাজার ৮১৫ জন আ'ক্রা'ন্ত হয়েছেন। এরমধ্যে মা'রা গেছেন ৩ হাজার ১৭৭ জন। মৃ'ত্যুর দিক দিয়ে চীনের পরেই আছে ইতালি দেশটিতে ১ হাজার ১৬ জনের মৃ'ত্যু হয়েছে। এছাড়া ইরানে ১১ হাজার ৩৬৪ জন আ'ক্রা'ন্ত হয়েছেন এবং মা'রা গেছেন ৫১৪ জন।ওদিকে কীসে এই দা'প'ট ক'মবে করোনাভাইরাসের, এ নিয়ে চলছে গবে'ষণা।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তা'পমা'ত্রা ও করোনার সঙ্গে স'ম্প'র্ক নিয়ে নানা ত'ত্ত্ব। নানারকম গবে'ষণাও চলছে এই নিয়ে। তা'পমা'ত্রা বা'ড়লেই প্র'ভা'ব পড়ে এই ভাইরাসের ওপর, যা এটি স'হ্য করতে পারে না। দা'বি, একদল গবেষকের।

অন্য আরেকদল গবে'ষকের আবার দা'বি, ক্র'মাগ'ত জি'নগ'ত পরিব'র্তন ঘ'টি'য়ে আরও ভ'য়ঙ্ক'র হয়ে উঠছে এই ভাই'রাস। এ নিয়ে আ'শা-আ'শ'ঙ্কা বিরা'জমা'ন চিকিত্‍'সকদের ক'ণ্ঠে। আরও পড়ুন: করোনা ভাইরাসের ম'হামা'রিতে ইতালিতে অদ্ভু'ত অফার!

১২ মার্চ, শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকারের প'ক্ষ থেকে জানানো হয়েছে, গ'র'ম বা'ড়লে করোনা ভাইরাস ক্ষ'মতা হা'রা'বে, এমন ত'ত্ত্বে সি'লমো'হ'র দেওয়া যাচ্ছে না। সাংবাদিক সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, ভাইরাসের চ'রি'ত্র এখনও অ'জা'না। উ'চ্চ তা'পমা'ত্রায় ভাইরাসের ক্ষ'ম'তা লো'প পাবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না।

চীনে সাম্প্রতিক এক গবে'ষণায় বলা হয়েছে, তা'পমা'ত্রা ৮.৭২ ডিগ্রি সেল'সিয়া'সের ওপরে ওঠার পর ভাই'রাসের সং'ক্র'মণ কমেছে। বিশেষ'জ্ঞদের অনেকে আবার দা'বি করেছে, বেশি তা'পমা'ত্রা বা আ'র্দ্র'তা স'হ্য করতে পারে না এই ভাই'রাস।

অন্যদিকে হাভার্ড টি এইচ চ্যান স্কুলের একটি গবে'ষণা বলছে, চিনেই ঠা'ণ্ডা ও গরম দুরকম পরিবেশেই এই ভাই'রাস ছ'ড়ি'য়েছে। তাই এমন দাবি অ'বা'ন্ত'র।

আবার, চীনেরই পিকিং ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্সেসের একদল গবে'ষক নোভেল করোনাভাইরাস নিয়ে গবে'ষণা চা'লিয়েছেন। তাদের দা'বি, গবে'ষণায় দেখা গিয়েছে, জি'নগ'ত পরিব'র্তন ঘ'টি'য়ে এই নোভেল করোনাভাইরাস আরও ভ'য়ঙ্ক'র হয়ে উ'ঠছে।

এমন পরিস্থি'তিতে গরমে করোনাভাইরাসের আ'ক্র'মণ ক'মবে এমন চিন্তায় আ'প্লু'ত না হয়ে বরং সত'র্ক থাকাটাই সবচেয়ে ভালো উপায়। নয়তো বড় কোনো বি'পদ নে'মে আসতে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে