মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০৫:২৪:৪৪

ইজরায়েলে এক ভারতীয়কে বে'দ'ম পি'টিয়ে হাসপাতালে পা'ঠালো ইহুদিরা

ইজরায়েলে এক ভারতীয়কে বে'দ'ম পি'টিয়ে হাসপাতালে পা'ঠালো ইহুদিরা

আন্তর্জাতিক ডেস্ক : তিনি চীনা। সেখান থেকে করোনা ভাইরাস এ'নে ছ'ড়া'চ্ছেন ইজরায়েলে। এই স'ন্দে'হে এক ভারতীয় বং'শোদ্ভূ'ত ব্যক্তিকে বে'দ'ম পে'টানো হল ইজরায়েলে। শনিবার ঘট'নাটি ঘ'টেছে ইজরায়েলের তিবেরিয়াস শহরে। মা'রের জে'রে বু'কে একা'ধি'ক আ'ঘা'ত নিয়ে বর্তমানে হাসপাতালে চিকি'ত্‍সাধী'ন রয়েছেন তিনি।

ভারতীয় বং'শোদ্ভূ'ত ২৮ বছরের ওই ব্যক্তির নাম আম-শালেম সি'ঙ্গস'ন। তিনি বেনি মেনাশে স'ম্প্র'দায়ভু'ক্ত। উত্তর-পূর্ব ভারতের মণিপুর ও মিজোরামে বসবাস করেন ওই স'ম্প্রদা'য়ের মানুষরা। তিন বছর আগে পরিবারকে নিয়ে ভারত থেকে ইজরায়েলে গিয়েছিলেন তিনি।

সে দেশের এক টিভি মিডিয়ার খবর অ'নুসা'রে, শনিবার দুই ব্যক্তি সি'ঙ্গস'নকে 'চা'ইনি'জ' বলে চি'হ্নি'ত করেন এবং করোনা ছ'ড়া'নোর জন্য তাকে দা'য়ী করেন। তার পরই বে'ধ'ড়ক মা'রধ'র করা হয় তাকে। বু'কে আ'ঘা'ত পেয়ে বর্তমানে তিনি পোরিয়া হাসপাতালে চিকি'ত্‍সাধী'ন। ঘ'ট'নার পর তিনি পুলিশকে জানিয়েছেন, আ'ক্র'মণকা'রীদের তিনি বার বার বলেছিলেন, তিনি চীন থেকে আসেননি। এবং তিনি করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত নন। কিন্তু তার কথা শোনেননি দুই আ'ক্রম'ণকা'রী। 

সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবে'দন অ'নুসা'রে, এই ঘ'ট'নার কোনও প্রত্য'ক্ষদ'র্শী না থাকায় সিসিটিভি ফু'টে'জের মাধ্যমে অভি'যু'ক্তদের চি'হ্নি'ত করার চে'ষ্টা চা'লাচ্ছে পুলিশ। বেনি মেনাশে স'ম্প্র'দা'য়ের মানুষদের ইজারায়েলে অভিবাসন দেওয়ার কাজ করে শাভেই ইজরায়েল নামের এক সং'স্থা। এই ঘ'ট'নার জে'রে উ'দ্বে'গ প্র'কা'শ করেছেন সেই সংস্থার চেয়ারম্যান মিকেল ফঁয়েদ। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে