মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ০৮:০৪:৩৬

'করোনা নিয়ে রসিকতা নয়' মৃত্যুর ঠিক আগে সত'র্কবাণীতে যা বলে গেলেন চিকিত্‍সক

'করোনা নিয়ে রসিকতা নয়' মৃত্যুর ঠিক আগে সত'র্কবাণীতে যা বলে গেলেন চিকিত্‍সক

আন্তর্জাতিক ডেস্ক : গোটা ভিডিওটি ট্যুইট করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। যেখানে উঠে এসেছে এক ডাক্তারের শেষ অবস্থার ছবি ও তার বক্তব্য করোনা ভাইরাস নিয়ে। হাসপাতালের বেডে শুয়ে আছেন ডাক্তার উসামা রিয়াজ মুখে সাদা মুখো'শ। 

করোনা ভাইরাস আ'ক্রা'ন্ত রোগির চিকিত্‍সা করতে গিয়ে নিজের শরীরেই নিয়ে ফেলেন এই মা'রণ ভাই'রাস। শারীরিক অবস্থার অব'ণতি হতেই থাকে। শুরু চিকিত্‍সকের চিকিত্‍সা। তবে ডাক্তার উসামা নিজেই বুঝে গিয়েছিলেন তার সময় শেষ। আর এই শেষ সময়েও নিজের দায়িত্ব ভুললেন না তিনি। তাই তো মৃ'ত্যুর কয়েকঘণ্টা আগেই ফোনেই তুললেন ভিডিও। গোটা বিশ্বের কাছে রেখে গেলেন তার সত'র্কবাণী। 

তিনি শুধু বার বার বলেই গেলেন, ''এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়। এই ভাইরাস ভ'য়ঙ্কর, মা'রণ। সাব'ধানে থাকুন, সচেতন থাকুন। এই ভাইরাসের সঙ্গে ল'ড়তে হবেই। দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে। আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে র'ক্ষা করতে হবে।'' ট্যুইটার থেকে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইনি পাকিস্তানের নাগরিক ও লাহোরের এক নার্সিং হোমের চিকিত্‍সক ছিলেন। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে