শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ০৪:৫৫:৪৩

কে বাঁচবেন, কে ম'রবেন? ঠিক করবেন ডাক্তারারই, স্পেনে করোনা চিকিৎসায় নতুন নির্দে'শিকা

কে বাঁচবেন, কে ম'রবেন? ঠিক করবেন ডাক্তারারই, স্পেনে করোনা চিকিৎসায় নতুন নির্দে'শিকা

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে সব রোগীর স্থান সংকুলান হচ্ছে না। ভেন্টিলেটর, আইসোলেশন বেড, টেস্ট কিট, সুর'ক্ষা পোশাক, মাস্ক-ও অমিল হয়ে পড়ছে। এমতাব'স্থায় কোন রোগী চিকিৎসা পাবেন এবং কে পাবেন না, তা বিবেচনা করার দায়ভার সম্পূর্ণরূপে চিকিৎসকদের উপরই ছেড়ে দিল স্পেন। এক প্রকার বাধ্য হয়েই এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে স্পেনের চিকিৎসকদের। 

পরিস্থিতি এমনই যে বৃদ্ধদের বদলে অপে'ক্ষাকৃত কম বয়সিদের জন্য হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মাদ্রিদ লা পাজ হাসপাতালের চিকিৎসক দ্যানিয়েল বার্নাবিউ জানিয়েছেন, সরকারের তরফ থেকে এ নিয়ে নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। যাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, হাসপাতালে রুম অমিল হলে, কম বয়সী রো'গীদেরই প্রাধান্য দিতে হবে।

ভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে চীনের উহান প্রদেশকে ধ'রা হলেও বিশ্বে সবচেয়ে বেশি মৃ'ত্যু হয়েছে ইটালিতে। সংখ্যা ৮২১৫। আক্রা'ন্ত ৮০ হাজার ৫৮৯ জন। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৩৬১ জন। ইটালির পর ইউরোপে সবচেয়ে বেশি করোনা সং'ক্র'মণ হয়েছে স্পেনে। সেখানে আ'ক্রা'ন্ত ৫৭ হাজার ৭৮৬ জন। মৃ'ত্যু হয়েছে ৪৩৬৫ জনের। সুস্থ হয়েছেন ৭০১৫ জন।

এত রোগীকে একসঙ্গে চিকিৎসা পরিষেবা দেওয়া স্পেনের পক্ষে ক'ঠিন হয়ে দাঁড়াচ্ছে। স্পেনের বিভিন্ন হাসপাতালের চিত্রটা একই রকম। চিকিৎসার জন্য করোনা-আক্রা'ন্ত মু'মুর্ষ রোগীও হাসপাতালের মেঝেয় পড়ে রয়েছেন। কিন্তু তার চিকিৎসা করার যথেষ্ট পরিকাঠামো নেই স্পেনের কাছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে