আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে ব্রিটেনে ২০ ইহুদি মা'রা যাওয়ার পর ইহুদি নেতারা তাদের সম্প্রদায়ের লোকজনকে নিজ নিজ জীবন রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ ইহুদিদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সরকারের দেয়া নির্দেশনা অনুসরণ করতে ও বাড়িতে থাকতে বলা হচ্ছে।
পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট মেরি ভ্যান ডার জিল বলেন, কীভাবে মহামা'রি একটি সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে- যারা একত্রে থাকতে ও একসাথে উৎসব পালন করে থাকে।
বুধবার পর্যন্ত করোনাভাইরাস আ'ক্রা'ন্ত হয়ে ব্রিটেনে মোট ৪৬৫ জনের মৃ'ত্যু হয়েছে। যার মধ্যে ২৫ জন ইহুদি বলে জানা গেছে। এই অনুপাত ৫ দশমিক ৪ শতাংশের বেশি হতে পারে। কেননা মৃ'তদের সবার যথা নিয়মে শেষকৃ'ত্য করা হয়নি। ইহুদিরা যুক্তরাজ্যের জনসংখ্যার মাত্র দশমিক পাঁচ শতাংশ।
ভ্যান ডার জিল বলেন, ইহুদি সম্প্রদায়ের লোকেরা সাধারণত একত্রেই থাকে। আমরা বাড়িতে বিভিন্ন উৎসব ও শুক্রবারে নৈশভোজের আয়োজন করি যেখানে আমাদের সবাই উপস্থিত থাকে।
তবে, বর্তমান জরুরী পরিস্থিতিতে আমরা স্বাভাবিক উপায়ে উদযাপন করতে পারি না। সরকারিভাবে সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য, অন্যান্য সময়ের মতো একে অপরের সাথে থাকতে পারে না। সূত্র : ডেইলিমেইল