আন্তর্জাতিক ডেস্ক : করোনা মো'কাবিলায় হলুদ, দুধ, ভেষজ চা, উষ্ণ লেবুজল অ'স্ত্র পুলিশের। মালদহে জেলার সমস্ত থানায় পুলিশ অফিসার ও কর্মীদের জন্য চালু এই মেনু চার্ট। রীতিমতো নির্দে'শিকা জারি করে সব থানায় এই খাবার খাওয়ার আদেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার। এর পরেই দেশটির মালদহের থানায় থানায় হলুদ দুধ খাওয়ার হিড়িক পড়েছে।
করোনা মো'কাবিলায় প্রতিনিয়ত ঝুঁ'কি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ কর্মীদের। কেউ করোনা আক্রা'ন্ত হলে তাকে বাড়ি থেকে তুলে চিকিৎসা কেন্দ্রে পৌছনো। কোয়ারেন্টাইন সেন্টারে ন'জরদারি, কনটেইনমেন্ট জোনের দেখভাল, শ্রমিক স্পেশাল ট্রেনে এসে পৌছানো কাতারে কাতারে পরিযায়ী ও ভিনরাজ্য ফেরতদের নির্দিষ্ট গন্তব্যে পাঠানো৷ এখন করোনা সংক্রা'ন্ত এমন নানা কাজ করতে হচ্ছে পুলিশকে।
করোনা ভাইরাসের সং'ক্র'মণ ঠে'কাতে শরীরে রো'গ প্রতিরো'ধ ক্ষ'মতা বাড়ানোর ওপর জো'র দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু, কী উপায়ে হবে রো'গ প্রতিরো'ধ ক্ষ'মতা বৃদ্ধি হবে? মালদহের হাজারেরও বেশি পুলিশকর্মীর জন্য তৈরি হয়েছে মেনু চার্ট। নির্দে'শ আকারে যা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেলার সমস্ত থানার আইসি, ওসি-দের কাছে।
মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, এই পরি'স্থিতিতে পুলিশ কর্মীদের নিয়মিত উষ্ণ লেবু পানি খেতে হবে, দুধের সঙ্গে হলুদ মিশিয়ে প্রতিদিন এক থেকে দু'বার এবং বিশেষ ধরনের ভেষজ চা দিনে দু'বার বা একবার পান করতে বলা হয়েছে। করোনা ঠে'কাতে শারীরিক রো'গ প্রতিরো'ধ ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে একমত চিকিৎসক মহল।
শরীর সক্ষম হলে করোনা ভাইরাসের সং'ক্র'মণের সম্ভবনা অনেকটাই কম বলে মত চিকিৎসকদের। কিন্তু পুলিশের এই মেনু চার্টে রোগ প্রতিরো'ধ ক্ষ'মতা কতটা বাড়বে। মালদা মেডিকেল কলেজেরই আর্য়ুবেদ বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক কল্যাণ মিত্রের মতে, জেলা পুলিশের এই খাবারে স্বাভাবিক নিয়মে রো'গ প্রতিরো'ধ ক্ষ'মতা শরীরে বাড়বে।
এদিকে নির্দে'শিকা মেনেই মালদহের বিভিন্ন থানায় সিভিক ভলান্টিয়ার থেকে সাধারণ পুলিশকর্মী এবং অফিসারেরা হলুদ দুধসহ অন্যান্য খাবার গ্রহণ শুরু করেছেন। সূত্র: নিউজ এইটটিন