শনিবার, ১৩ জুন, ২০২০, ০৭:০৪:১৩

করোনার দ্বিতীয় ঝড়ের আভাস, বেইজিংয়ের কিছু অংশ লকডাউন

করোনার দ্বিতীয় ঝড়ের আভাস, বেইজিংয়ের কিছু অংশ লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে তা'ণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। উহানে গত বছর প্রথম করোনা শনা'ক্তের পর ব্যা'পক আকারে কঠোর লকডাউন ঘোষণা করেছিল দেশটি। তাতেই প্রাণঘা'তী এই ভাইরাসের হা'না সামলে অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে চীন। 

এমন পরি'স্থিতিতে করোনায় বেইজিংয়ে দুই মাসে প্রথম স্থানীয় সং'ক্র'মণ হয় বৃহস্পতিবার। তাতে সং'ক্র'মণের দ্বিতীয় ঝড়ের আভাস জেগেছে চীনের মূল ভূখণ্ডে। এরই মধ্যে রাজধানীর দুটি বাজার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শহরে আরও ৬ জনের স্থানীয় শনা'ক্ত হওয়ায় শনিবার বেইজিংয়ের কিছু অংশ লকডাউন করা হয়েছে।

দক্ষিণ বেইজিংয়ের ফেংতাই জেলার ১১টি আবাসিক এলাকার বাসিন্দাদের বাসার বাইরে বের হতে বারণ করা হয়েছে। নতুন শনা'ক্তের অধিকাংশই নিক'টস্থ মাংসের বাজার থেকে সং'ক্র'মিত হয়েছেন বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন শহর কর্মকর্তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে