আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ও দক্ষিণ কোরিয়া কার্যত এখনো যু'দ্ধের ময়দানই রয়েছে। কেননা ১৯৫৩ সালে কোরীয় যু'দ্ধ হলেও দুই দেশের মধ্যে কোনো শান্তিচু'ক্তি স্বাক্ষরিত হয়নি। এমন এক পরি'স্থিতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার বি'রু'দ্ধে সামরিক পদক্ষেপের হু'মকি দিয়েছেন।
শনিবার দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি এবং সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ংবিরো'ধী প্রচা'রণা ব'ন্ধে ব্য'র্থতার জন্য সিউলের সমালো'চনা করে এই হুঁ'শিয়ারি দেন তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অন্যতম শীর্ষ সহায়ক ব্যক্তি হিসেবে পরিচিত তার বোন কিম ইয়ো-জং। তিনি শনিবার এক বিবৃতির মাধ্যমে এই সত'র্কবার্তা দেন।
দক্ষিণের সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত উত্তর কোরীয় সামরিক নেতাদের হাতেই ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কিম ইয়ো। তিনি বলেন, সর্বোচ্চ নেতা, দল ও রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ক্ষ'মতা দ্বারা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শ'ত্রুদের বি'রু'দ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দে'শনা দিয়েছি। পরবর্তী পদক্ষেপ আমাদের সেনাবাহিনীর জেনারেল স্টাফের কাছ থেকে আসবে। আমাদের সেনাবাহিনীও জনগণকে শান্ত করতে কিছু একটা করতে উ'দগ্রী'ব বলে আমি মনে করি।
এদিকে, শনিবার সারাদিন ধরেই অবশ্য কিম প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার বি'রু'দ্ধে আক্র'মণা'ত্মক মনোভাব প্রকাশ করা হয়। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে পারমাণবিক অ'স্ত্র সংবরণ ও উত্তর–দক্ষিণ কোরিয়ার সম্পর্কের মধ্যে আমেরিকাকে হ'স্তক্ষেপের আহ্বান জানানোকে ''নির্বো'ধ কথাবার্তা'' বলে সকালেই প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। সূত্র: রয়টার্স।