সোমবার, ১৫ জুন, ২০২০, ০৪:১৫:৩৫

২৪ ঘণ্টায় পরপর দু'বার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের গুজরাত

২৪ ঘণ্টায় পরপর দু'বার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের গুজরাত

আন্তর্জাতিক ডেস্ক : রবিবারের পর ফের সোমবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের গুজরাত। রিখটার স্কেলে ৪.৫ তী'ব্রতা সম্পন্ন ভূমিকম্পে কেঁপে উঠেছে গুজরাতের কচ্ছ অঞ্চল। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি সূ'ত্রে জানা গিয়েছে, দুপুর ১২ টা ৫৭ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। ২৪ ঘন্টায় এই নিয়ে পরপর দু'বার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাতের কচ্ছ।

এও জানা যাচ্ছে সোমবারের ভূমিকম্পের উত্‍সস্থল রাজকোটের উত্তর-পশ্চিমে ৮৩ কিলোমিটার দূরে। এখনও অবধি ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ জানা যায়নি। এও জানা যাচ্ছে সোমবারের ভূমিকম্পের উত্‍সস্থল কচ্ছ থেকে ১৫ কিলোমিটার দূরে, যেখানে কম্পন অনুভূত হয়। জানা যাচ্ছে, বাছাউ অর্থাত্‍ রবিবার রাতে যেখানে ভূমিকম্প হয়েছিল সেই জায়গা থেকে বেশ কাছে এই অঞ্চল।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় কেঁপে উঠেছিল গুজরাত। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৮। উত্‍সস্থল হল রাজকোট থেকে ১২২ কিলোমিটার দূরে। সন্ধ্যা ঠিক ৮ টা ১৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। স্বাভাবিকভাবেই আত'ঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন ওই অঞ্চলের বহু মানুষ।

ভূমিকম্পের ভ'য়াব'হ স্মৃতি রয়েছে গুজরাতের। শেষবার ২০০১ সালে প্রবল ভূমিকম্প হয় সেই রাজ্যে। এছাড়া, ১৯৫৬ ও ১৯১৮ তেও ব্যাপক ভূমিকম্প হয় গুজরাতে। ২০০১ সালের ২৬ জানুয়ারি ৬.৯ মাত্রা কম্পন নয়, যা স্থায়ী হয়েছিল প্রায় ১০০ সেকেন্ড। কেঁ'পে উঠেছিল পাকিস্তান, বাংলাদেশ, নেপালও। 

এদিকে, দিল্লিতে দু'মাসে অন্তত ১২ বার ভূমিকম্প হয়েছে, যা অত্যন্ত উদ্বে'গের। বিশেষজ্ঞরা বলছেন, এ কোনও বড়সড় ভূমিকম্পের ই'ঙ্গিত। আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের জিওফিজিক্সের অধ্যাপক পিকে খান বলেন, ''একের পর এক ছোট মাত্রার কম্পন থেকেই বড় ভূমিকম্পের ই'ঙ্গিত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে সরকারের আগাম স'ত'র্ক হওয়া উচিত্‍ বলেও বার্তা দিয়েছেন তিনি।

রবিবারের ভূমিকম্প ২০০১-এর স্মৃতি উ'স্কে দেয় অনেকেরই। ১২০০০ মানুষের মৃত্যু হয়েছিল সেবার। এই কচ্ছ এলাকাই ছিল এপিসেন্টার। কম্পনের মাত্রা ছিল ৭.৭। ২০০১-এর পর এত জো'রালো ভূমিকম্প আর হয়নি গুজরাতে। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে