বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ০৬:১০:১৫

বিশাল একটি সুখবর পেল ভারত

বিশাল একটি সুখবর পেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বিশাল একটি সুখবর পেল ভারত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে দেশটি। এর পাশাপাশি সদস্যপদ পেয়েছে মেক্সিকো, আয়ারল্যান্ড ও নরওয়ে।

এনডিটিভি জানায়, বুধবার, ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারত ১৮৪টি ভোট পেয়ে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ লাভের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে যে ব্যাপক সমর্থন মিলেছে সেজন্য আমি কৃতজ্ঞ। ভারত বিশ্বব্যাপী শান্তি, সুরক্ষা, স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রচারের লক্ষ্যে সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করবে।’ ভারত এর আগে ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯২ ও ২০১১-১২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে