শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ১০:০১:০১

ভারত-চীন সংঘা'ত, এবার সুর পাল্টে ট্রাম্প বললেন চীনকে ভালবাসি

 ভারত-চীন সংঘা'ত, এবার সুর পাল্টে ট্রাম্প বললেন চীনকে ভালবাসি

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা : আবার রং পাল্টালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের আবার ভারত-চীনের মধ্যবর্তী সংঘা'ত নিয়ে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে একতরফাভাবে ভারতকে ভালোবাসার কথা বললেও এবার সুর কিছুটা পাল্টে বললেন সে চীনের মানুষকেও ভালোবাসে। ভারত ও চীন দুই দেশের জনগণের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানান তিনি।

হোয়াইট হাউসের প্রেস সচিব কালেলি ম্যাকেনি এই বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘ট্রাম্প বলেছেন আমি ভারতের মানুষকে ভালোবাসি এবং আমি চিনের মানুষকেও ভালবাসি। তাই জনগণের জন্য দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই।’

এর আগে বুধবার, মার্কিন সচিব মাইক পম্পেও বলেন যে ভারত ও আমেরিকার মধ্য়ে দুর্দান্ত পারস্পরিক বোঝাপড়া এবং অংশীদারিত্ব রয়েছে। পম্পেও আরও বলেছিলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়সময়ই বিস্তারিত আলোচনা করি। এমনকী সীমান্তে চিনের সঙ্গে তাদের যে ঝামেলা ছিল সেই বিষয়েও আমরা কথা বলেছি। যেভাবে সীমান্তে চীনা টেলিযোগযোগ পরিকাঠামো তৈরি হচ্ছে সেবিষয়ে যে আশ'ঙ্কা তৈরি হতে পারে আমরা তা নিয়েও আলোচনা করেছি।’

তবে কয়েকদিন আগেই মার্কিন চিফ অব স্টাফ মার্ক মিডোজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ‘চীন বা অন্য কাউকে কোনও এলাকাতেই দাদাগিরি করতে দেব না। এই বার্তা স্পষ্টই। ভারত চীন প'রিস্থিতি হোক বা অন্যত্র, আমাদের সেনারও শক্তিশালী অবস্থান নিবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে