সোমবার, ২০ জুলাই, ২০২০, ০৯:১৮:০৬

ভ'য়ঙ্কর যু'দ্ধবিমান মোতায়েন! লাদাখ সীমান্ত থেকে সরছে না চীনা বাহিনী

ভ'য়ঙ্কর যু'দ্ধবিমান মোতায়েন! লাদাখ সীমান্ত থেকে সরছে না চীনা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : প'রিস্থিতি ঘুরে দেখেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার সীমান্তের প'রিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠকে বসবে দেশটির বিমান বাহিনী। আগামী সপ্তাহেই বিমান বাহিনীর উচ্চপদস্থ কমান্ডাররা এই বৈঠক করবেন বলে জানা গেছে। চীনের নিয়ন্ত্রণ রেখাজুড়ে কি প'রিস্থিতি, তার পর্যালোচনা চলবে বৈঠকে।

পূর্ব লাদাখের প'রিস্থিতি খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ফিঙ্গারস এলাকা থেকে সরতে চাইছে না চীনা সেনারা। ১৪ ঘণ্টা বৈঠকের পরও চীন দ্বিচারিতা করছে বলে অভি'যোগ। এবার পদক্ষেপ নিতে চাইছে ভারতের বিমান বাহিনী। পূর্ব লাদাখজুড়ে ভ'য়ঙ্ক'র যু'দ্ধবিমান রাফায়েল ফাইটার জেট মোতায়েন করার কথা ভাবছে তারা। সূত্র: কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে