রবিবার, ২৬ জুলাই, ২০২০, ০৯:৪৯:৩৬

ভারতের দাবি করা ভূখণ্ডে দিল্লীকে পাত্তা না দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে নেপালিরা

ভারতের দাবি করা ভূখণ্ডে দিল্লীকে পাত্তা না দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে নেপালিরা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তে'জনা বাড়িয়ে নেপালিরা এবার ভারতকে পা'ত্তা না দিয়ে উত্তরাখণ্ডের ''নো ম্যানস ল্যান্ড''-এ অবকাঠামো নির্মাণ শুরু করেছে। নো ম্যানস ল্যান্ডের ১০০-১৫০ মিটারের ওই এলাকাটি নিজেদের দাবি করে তারা ভারত-বিরো'ধী স্লো'গানও তুলেছে।

তনকপুরের এক প্রশাসনিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ওই বিত'র্কিত জায়গাটি কার এবং সীমান্ত নির্ধারণের জন্য ভারত ও নেপালের যৌথ দল গঠন করা হয়েছিল। এলাকায় জরিপ পরিচালনার কথা ছিল সেই দলের। তবে করোনা ভাইরাস মহামা'রির প্রকো'পে সেই পরিক'ল্পনা স্থ'গিত হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরি'স্থিতিতে গত ২২ জুলাই (বুধবার) কাঁ'টাতার লাগানোর জন্য 'নো ম্যানস ল্যান্ড'-এ ১৫-১৮ টি কাঠামো পুঁতে দেয় নেপাল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভারতীয় কর্মকর্তারা। তবে নেপালের বাসিন্দারা উত্তে'জিত হয়ে পড়ে। তারা ভারতবিরো'ধী স্লো'গান দিতে শুরু করে। উত্তে'জনা প্রশমনে পরে দু'দেশের সীমান্ত সুর'ক্ষা বাহিনীর কর্মকর্তারা বৈঠকে বসেন।

তনকপুরের মহকুমা শাসক দয়ানন্দ সরস্বতী জানান, কাঠামো লাগানোর খবর পেয়েই ঘ'টনাস্থলে যান সশ'স্ত্র সীমা বলের (এসএসবি) কর্মকর্তারা। খবর দেওয়া হয় জেলা প্রশাসনকে। মহকুমা শা'সক বলেন, ''চম্পাবত জেলার তনকপুর ব্যারেজ এবং ৮১১ পিলারের কাছে কয়েকটি কাঠামো বানিয়ে নেপালের বাসিন্দারা নো ম্যানস ল্যান্ডে জ'বরদ'খল করেছে বলে দেখা যায় এবং নিজেদের এলাকা বলে দাবি করে। ওই এলাকাটি নেপালের ব্রক্ষ্মদেব এলাকার কাছে। যেখানে একটি ছোটো বাজার আছে।'

এসএসবি কমা'ন্ড্যান্ট আর কে ত্রিপাঠী জানিয়েছেন, কাঠামোগুলি স্থায়ী নয়। সেগুলো সাধারণ কং'ক্রিট এবং কাঠের। আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো তুলে নেওয়া হবে বলে জানিয়েছে নেপালের সশ'স্ত্র বাহিনী। যদিও বৈঠকে উপস্থিত এক এসএসবি কর্মকর্তা জানান, মুখে কাঠামো সরিয়ে নেওয়ার কথা বললেও আদতে কোনো কাজ করা হয়নি। শুক্রবারও নেপালের লোকজনদের পিলারের উপর কাঁটাতার বসাতে দেখা গেছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে