বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১২:১০:৩৫

হিসবুল্লাহ আ'গুন নিয়ে খেলা করছে : নেতানিয়াহু

হিসবুল্লাহ আ'গুন নিয়ে খেলা করছে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের সশ'ন্ত্র সংগঠন হিসবুল্লাহ আ'গুন নিয়ে খেলা করছে। সোমবার ইসরাইল-লেবানন সীমান্তে সং'ঘ'র্ষের পর নেতানিয়াহু এ হু'শিয়া'রি উচ্চারণ করেন।

তবে, লেবাননের ওই শিয়া সংগঠনটি সীমান্তে সং'ঘ'র্ষের জন্য ইসরাইলকেই দা'য়ী করেছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভূ'খ'ণ্ডে ঢু'কে হিজবুল্লাহ যে হা'মলা চালিয়েছে.এ জন্য লেবাননকে চ'ড়া মূল্য দিতে হবে। আমরা তাৎক্ষণিক কোনো সং'ঘ'র্ষে না জড়ালেও খুব শিগগিরই এর দাঁতভা'ঙা জবাব দেবো।

গত ২০ জুলাই সিরিয়ায় বিমান হা'মলা চালিয়ে আলী কামেল মোহসেন জাওয়াদ নামে এক হিজবুল্লাহ নেতাকে হ'ত্যা করে ইসরাইল। এ হ'ত্যাকা'ণ্ডের প্রতিশো'ধ নিতেই সোমবার ইসরাইলে ঢুকে দেশটির সেনাবাহিনীর ওপর হা'মলা চালায় হিসবুল্লাহর সশ'স্ত্র সদস্যরা। এরপর থেকেই সীমান্তে শ'ক্তি বাড়াচ্ছে ইসরাইল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে