রবিবার, ০২ আগস্ট, ২০২০, ১১:১১:৪০

রাম মন্দিরের ভূমিপুজোর আগেই করোনায় আক্রা'ন্ত অমিত শাহ

রাম মন্দিরের ভূমিপুজোর আগেই করোনায় আক্রা'ন্ত অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোর আগে প্রাণঘা'তী করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রোববার বিকালে এক টুইটবার্তায় করোনা আক্রা'ন্তের কথা জানালেন অমিত শাহ নিজেই।

টুইটে তিনি লিখেছেন, ''উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। তবে ঝুঁ'কি না নিতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।

করোনা আবহে ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদিসহ প্রায় ৩০০ ভিআইপি অতিথি হাজির থাকবেন সেখানে। তা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। অথচ এই করোনা পরিস্থিতিতে এই আয়োজন নিয়ে সরব হয়েছেন বিরো'ধীরা। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন বিজেপির প্রভা'বশা'লী নেতা ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে