আন্তর্জাতিক ডেস্ক : শরিকদলের কাছ থেকেই ধা'ক্কা খেল মোদি সরকার। মোদির মন্ত্রীসভার সদস্যপদ ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী অকালি দলের সংসদ সদস্য হরসিমরত কৌর বাদল। 'কৃষক-বিরোধী বিল'কে তিনি সমর্থন করবেন না বলে জানিয়ে দিলেন। তিনটি কৃষি সং'ক্রা'ন্ত বিল এনেছে মোদি সরকার। নতুন উত্পাদন, বিক্রি ও বাণিজ্য বিল।
সরকারের যুক্তি এই বিলগুলি আদপে কৃষকের কথা ভেবেই তৈরি করা হয়েছে। কিন্তু কৃষকেরা ভ'র'সা পাননি। পাঞ্জাব ও হরিয়ানায় নতুন এই কৃষক বিলগুলি নিয়ে বি'ক্ষো'ভ শুরু হয়েছে ব্যা'পকভাবে। আর তাতেই এই সিদ্ধান্ত নিলেন শিরোমণি অকালি দলের কেন্দ্রীয় খাদ্য প্র'ক্রি'য়াকরণ মন্ত্রী। তিনি জানালেন, বিজেপিকে তিনি সমর্থন করেন। আগামী দিনেও করবেন। কিন্তু এই তিনটি বিলকে তিনি মেনে নিতে পারছেন না। এই বিল আদপে 'কৃষক-বিরো'ধী'। তার রাজ্যের অধিকাংশ মানু্য কৃষিজীবীর ওপরে নির্ভরশীল।
তাদেরকে বি'পদে পড়বেন, একথা জেনে তিনি এই বিলের পাশে দাঁড়াতে পারবেন না। আর তাই মন্ত্রীসভার সদস্যপদ ছেড়ে দিলেন হরসিমরত কৌর। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার প'দত্যা'গ পত্র জমা দিয়েছেন বলে সূত্রের খবর। ইস্তফা দেওয়ার পরে তিনি টুইট করেন, ''কৃষি বিরো'ধী বিলের প্র'তিবা'দ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ই'স্ত'ফা দিয়েছি। কৃষকদের মেয়ে এবং বোন হিসেবে তাদের পাশে দাঁড়িয়ে আমি গর্বিত।''