আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চীনা নৃ'শং'সতার নিয়ে উ'দ্বি'গ্ন ইহুদি তরুণরা। রেডিও ফ্রি এশিয়াকে এক ইসরায়েলি তরুণ জানালেন উই'ঘুরদের নি'র্যা'তন বিষয়ে নিজেদের উ'দ্বে'গের কথা। বলছেন, চীন জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর যে নৃ'শং'সতা চালাচ্ছে তা 'প্রায় গ'ণহ'ত্যার মতো'।
ইসরায়েলি তরুণদের মধ্যে এ বিষয় নিয়ে উ'দ্বে'গ কাজ করছে। অ্যান ডেসটিনি ওয়ান নামের ওই ইসরায়েলি তরুণ রেডিও ফ্রি এশিয়ার উইঘুর সার্ভিসের সঙ্গে আলাপচারিতায় বলেন, চীনে উই'ঘুরদের ওপর যে নৃশং'স নি'র্যা'তন হচ্ছে ইসরায়েলে সে বিষয়ে উ'দ্বে'গ বাড়ছে। অ্যান ডেসটিনি ইসরায়েলি বেশকিছু তরুণদের মধ্যে একজন যিনি উইঘুরদের ওপর চীনের নৃ'শং'সতার বি'রু'দ্ধে টুইটারে স'ক্রি'য়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
উইঘুরদের ওপর চালানো চীনের ব'র্ব'রতাকে হলো'কাস্টের সঙ্গে তুলনা করা হবে কি-না জানতে চাইলে অ্যান ডেসটিনি বলেন, হলো'কাস্ট শব্দটির ব্যবহার নিয়ে ইহুদিরা এক ধ'রনের বি'ভ'ক্ত বলা যায়। আমি মনে করি, উইঘুরদের ওপর নৃ'শং'সতাকে হলো'কাস্টের সঙ্গে অবশ্যই তুলনা করা প্রয়োজন। কারণ উইঘুরদের ওপর যে নৃ'শং'স নি'র্যা'তন চলছে তা প্রায় গ'ণহ'ত্যার মতো।
তার প্রচা'রণা সম্পর্কে তিনি রেডিও ফ্রি এশিয়াকে জানান, তার লক্ষ্য হলো চীনে উইঘুরদের ওপর যে নি'র্যা'তন করা হচ্ছে সে বিষয়ে ইসরায়েলিদের দৃ'ষ্টি আক'র্ষণ করা। তার বিশ্বাস জিনজিয়াংয়ে নি'র্যা'তন ব'ন্ধে ইসরায়েলিরা চীনের ওপর য'থে'ষ্ট চা'প প্রয়োগ করতে সক্ষম হবে।
এদিকে, এ বিষয়ে সম্প্রতি তেল আবিবে চীনের দূতাবাসের সামনে বি'ক্ষো'ভ অনুষ্ঠিত হয়। এছাড়া ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উইঘুরদের ওপর নি'র্যা'তনের বিষয়ে আলোচনা হয়ে আসছে বেশ কয়েক বছর ধ'রে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অ'ভিযো'গ, চীন জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর বহুদিন ধ'রে নি'র্যা'তন চালিয়ে আসছে। নারীদের জো'রপূ'র্বক ব'ন্ধ্যা করে দেওয়া, তরুণ-তরুণীদের ধ'রে ক্যাম্পে নিয়ে যাওয়াসহ সেখানকার বাসিন্দাদের নি'র্যা'তন করা হচ্ছে বিভিন্ন প'ন্থায়। সূত্র : ইয়াহু নিউজ।