রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৬:১০

ভোটব্যাঙ্কের লোভে জ'ঙ্গিদের আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জী!

ভোটব্যাঙ্কের লোভে জ'ঙ্গিদের আশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জী!

আন্তর্জাতিক ডেস্ক : এনআইএ গোয়ে'ন্দাদের জালে ধ'রা পড়েছে আল কায়দার বাংলা ও কেরালার মডিউল। কেরালার পরিযায়ী শ্রমিকদের ছাউনি থেকে ৩ জ'ঙ্গিকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গ্রে'ফতার হয়েছে আরও ৬ স'ন্দে'হভাজন জ'ঙ্গি। এ নিয়েই রাজ্যের শা'সকদল তৃণমূল কংগ্রেসের বি'রু'দ্ধে তো'প দা'গতে শুরু করেছেন বিরো'ধী দল বিজেপি।

একই সু'রে অ'ভিযো'গ জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তাদের দাবি, মমতা ব্যানার্জীর সরকার জ'ঙ্গিদের আশ্রয় দিচ্ছে। আর এর কারণ শুধুমাত্র ভোটব্যা'ঙ্ক। এই নোং'রা সা'ম্প্র'দা'য়িক রাজনীতি ছেড়ে সরকার উপযুক্ত প'দক্ষে'প গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। 

দিলীপ ঘোষ এদিন বলেন, ''‌সবচেয়ে বেশি জ'ঙ্গি কার্যকলাপ পশ্চিমবঙ্গ ও কেরালায় চলছে। সারা দেশ ঠান্ডা। কোথাও জ'ঙ্গি কার্যকলাপ নেই, মৌ'লবা'দী গ'তিবি'ধি নেই। কাশ্মীরের কিছু এলাকা এখনও অশান্ত রয়েছে। সেটাও ঠা'ন্ডা হয়ে যাবে। কিন্তু বাংলা আর কেরালা ঠা'ন্ডা হচ্ছে না। কারণ, এই রাজ্যেই দুই সরকার জ'ঙ্গিদের আশ্রয় দিচ্ছে, এ ধ'রনের কা'র্যক'লাপে সহযোগিতা করছে। কারণ, এটাই ওদের রাজনৈতিক রেসিপি।''‌

তিনি আরও বলেন, ''‌পশ্চিমবঙ্গে বাংলাদেশের সঙ্গে যে ২০১৯ কিলোমিটার সীমান্ত রয়েছে তার মধ্যে ১ হাজার কিলোমিটার এখনও কাঁ'টাতার দেওয়া হয়নি। এর আগে বাম সরকারও চায়নি যে ওই সব এলাকায় সীমান্ত থাকুক। এখন তৃণমূল সরকারও চাইছে না। কারণ, তা হলে দেশে অ'নুপ্রবে'শকা'রী, রো'হি'ঙ্গা আসা ব'ন্ধ হয়ে যাবে। ভোটব্যাঙ্ক কমে যাবে। তাদের জেতাবে কে?''‌

এদিকে, বিজেপি–র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘‌মুর্শিদাবাদ থেকে ৬ জন আল কায়দা আতঙ্কবাদীকে এনআইএ গ্রেফতার করার পর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এই উগ্রপন্থীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। নানা জায়গার আতঙ্কবাদীরা তাদের সুবিধা মতো পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে। রাজ্য সরকার ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে উগ্রপন্থীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে