রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১২:৫০

ইউরোপ থেকে আর কোনো অ'স্ত্র কিনবে না ইরান : জাভেদ জারিফ

ইউরোপ থেকে আর কোনো অ'স্ত্র কিনবে না ইরান : জাভেদ জারিফ

আন্তর্জাতিক ডেস্ক : আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র নিষে'ধা'জ্ঞা উঠে যাওয়ার পর ইউরোপ থেকে কোনো অ'স্ত্র কিনবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ তথ্য জানিয়েছেন। ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া এবং চীন থেকে অ'স্ত্র কিনলেই আমাদের প্রয়োজন মিটে যাবে। ইউরোপ থেকে কোনো অ'স্ত্র কেনার প্রয়োজন হবে না।

জারিফ বলেন, ''বি'প্লবের পর থেকে আমরা ইউরোপের অ'স্ত্র-ক্রেতা ছিলাম না, তারাও আমাদের কাছে অ'স্ত্র বিক্রি করে নি। এখন অ'স্ত্র বিক্রির জন্য আমরা তাদের ওপর চা'প সৃষ্টি করবো না, কারণ তাদের অ'স্ত্রের প্রয়োজন আমাদের নেই।'' আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অ'স্ত্র নিষে'ধা'জ্ঞা উঠে যাচ্ছে।

অ'স্ত্র নিষে'ধা'জ্ঞা উঠে গেলে ইউরোপের দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানের কাছে অ'স্ত্র বিক্রি করবে না বলে খবর বেরিয়েছে। এর প্রতি'ক্রি'য়ায় দেশটি জানিয়েছে, ১৯৮০'র দশকে ইরান-ইরাক যু'দ্ধের সময় ইউরোপের দেশগুলো অ'স্ত্র বিক্রির পরিবর্তে ইরানের বি'রু'দ্ধে অ'পপ্র'চার চালিয়েছে। এসব মাথায় রেখে ইরান ইউরোপের দেশগুলো থেকে অ'স্ত্র কেনার চিন্তা করবে না। সূত্র : ইরনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে