সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭:১৮

ভারতীয় সেনার পথ আ'টকেছে চীনা সেনা, থ'মকে গেছে ট'হলদারি!

ভারতীয় সেনার পথ আ'টকেছে চীনা সেনা, থ'মকে গেছে ট'হলদারি!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রতির'ক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার রাজ্যসভায় একটি বিবৃতিতে জানিয়েছিলেন, ''ভারতীয় সেনার ট'হ'লদারির প'দ্ধতি ঐতি'হ্যবাহী ও সুপ'রিক'ল্পিত। পৃথিবীর কোনও শ'ক্তি আমাদের সেনাদের ট'হ'লদারি রু'দ্ধ করতে পারবে না।'' কিন্তু সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, উত্তর লাদাখের দেপসাং উপত্যকার ক্ষেত্রে অন্তত ছবিটা তেমন নয়। 

মে মাসে চীনের সঙ্গে সং'ঘ'র্ষ শুরুর আগে থেকেই ভারতীয় সেনার ট'হলদা'রির প্রথাগত পথ রু'দ্ধ করে দিয়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি। সরকারের এক শীর্ষস্থানীয় সূ'ত্র জানিয়েছে, মার্চ-এপ্রিল থেকেই দেপসাংয়ের পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১১এ, ১২ এবং ১৩-য় ভারতীয় সেনার ট'হ'লদা'রি রু'দ্ধ করে রেখেছে চীনা সেনা। এই পাঁচটি পেট্রো'লিং পয়ে'ন্টই প্রকৃত সীমা'ন্তরেখার খুব কাছে। তবে কাছে হলেও প্রকৃতপক্ষে সেই অঞ্চলটি ভারতীয় ভূ'খ'ণ্ডেরই অ'ন্তর্গ'ত।

যে পরিমাণ অঞ্চলে ভারতীয় সেনাদের টহলদারি রুদ্ধ করা হয়েছে তার পরিমাণ সরকারি সূ'ত্র কমিয়ে জানালেও অন্তত ৫০ বর্গ কিলোমিটার এলাকা ভারতীয় সেনার কাছে অ'গ'ম্য হয়ে রয়েছে বলে ওই প্র'তিবে'দনের দাবি। সরকারি এক উপদেষ্টা সংস্থা 'চায়না স্টাডিজ'-এর এক প্রাক্তন সদস্য জানিয়েছেন, চীনের কৌ'শলগত ও তাৎ'পর্যপূর্ণ প'দক্ষে'পের কারণেই ওই এলাকায় পরি'স্থি'তির এই পরিবর্তন। 

ভারতীয় সেনার টহলদারি ব'ন্ধ করতে চীনের পিপলস লিবারেশন আর্মি কেবল যে প্রকৃত নিয়'ন্ত্রণরে'খা অ'তিক্র'ম করেছে তাই নয়। তারা ঢু'কে পড়েছে পে'ট্রো'লিং পয়েন্টের অঞ্চলেও। চীন যে ভারতের জমি বে'আ'ইনিভাবে দ'খ'ল করে রেখেছে, গত বৃহস্পতিবার সংসদে তা সর্বসমক্ষে স্বী'কার করেছেন প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে