সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২:৩৯

'আমার বউকে ফিরিয়ে দাও' প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে যুবক

'আমার বউকে ফিরিয়ে দাও' প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে যুবক

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিক বা প্রেমিকা মুখ ফেরালেই তার বাড়ির সামনে ধ'রনায় বসে সম'স্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা আজকাল প্রায়ই ঘ'টছে। এবার স্ত্রীকে আ'টকে রাখার অ'ভিযো'গ তুলে শ্বশুরবাড়ির সামনে ধ'রনায় বসলেন এক যুবক। ঘ'টনাস্থল পশ্চিমবঙ্গের নদিয়ার হরিণঘাটা। যদিও যুবকের অ'ভিযো'গ উড়িয়ে দিয়েছে তরুণীর পরিবার।

নদিয়ার বিরোহীপাড়ার বাসিন্দা ২৮ বছরের বাবু মল্লিক। সোনাখালি গ্রামের বাসিন্দা সংগীতা ঘোষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তার। কিন্তু কোনওদিনই তাদের মেলামেশা পছন্দ ছিল না সংগীতার পরিবারের। যুবকের কথায়, এরই মাঝে গত আগস্ট মাসে পরিবারকে না জানিয়েই রেজিস্ট্রি সেরে ফেলেন তারা। মালাবদলও হয়। তবে সিঁদুরদান বাকি ছিল। ভেবেছিলেন, পরে সকলে সবটা মেনে নেবেন।

তারপর সামাজিকভাবে বিবাহব'ন্ধনে আব'দ্ধ হবেন তারা। কিন্তু তেমনটা হয়নি। এরপর কোনওভাবে সংগীতার পরিবারের সদস্যরা রেজিস্ট্রির বিষয়টা জেনে যান। এতেই বাঁধে গোল। অ'ভিযো'গ, সেই থেকেই তরুণীর উপর অ'ত্যা'চার শুরু করে পরিবার। গৃহব'ন্দি করে রাখা হয় সংগীতাকে। প্রথমদিকে লুকিয়ে বাবুকে ফোন করতেন ওই তরুণী। কিন্তু শেষ কিছুদিন ধ'রে তাও ব'ন্ধ।

সেই কারণেই স্ত্রীকে ফিরে পেতে ধ'রনার পথ বেছে নেন বাবু। সোমবার ভোরের আলো ফুটতেই প্ল্যাকার্ড, বেশ কিছু ছবি ও রেজিস্ট্রির নথি নিয়ে সোনাখালি গ্রামে শ্বশুরবাড়িতে হা'জির হন তিনি। সেখানেই ধ'রনায় বসেন ওই যুবক। প্ল্যাকার্ডে লেখা ছিল, ''আমার বউকে ফিরিয়ে দাও।'' তার কথায়, ''আমার বউকে আ'টকে রেখে অ'ত্যা'চার করা হচ্ছে। ওকে ভুল বোঝানো হচ্ছে। তার সাফ কথা, স্ত্রীকে না  নিয়ে বাড়ি ফিরবেন না তিনি।

যদিও জামাইয়ের অ'ভিযো'গ মানতে চাননি সংগীতার পরিবারের সদস্যরা। তারা বলেন, মেয়ে আ'ত্মহ'ত্যার চেষ্টা করেছিল। সেই কারণেই তার মন ভাল করতে কিছুদিনের জন্য অন্যত্র পাঠানো হয়েছে। যদিও তাদের দাবি আদৌ কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন থেকেই যাত্থে। পাশাপাশি প্রশ্ন উঠছে, যুবকের কাছে বিয়ের আইনি কাগজ রয়েছে তা সত্ত্বেও আইন ভে'ঙে কেন মেয়েকে আ'টকে রাখছে ওই পরিবার? সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে