মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৭:৫০

চীনের নতুন ভাইরাস 'ক্যাট কিউ' নিয়ে সত'র্কতা জারি

চীনের নতুন ভাইরাস 'ক্যাট কিউ' নিয়ে সত'র্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যে ভাইরাস নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) স'ত'র্ক করেছে সেটির উ'দ্ভ'ব চীনেই। নাম ক্যাট কিউ ভাইরাস (Cat Que virus), সংক্ষেপে CQV। নামে ক্যাট থাকলেও বিড়ালের সঙ্গে এই ভাইরাসের সম্পর্ক নেই।

করোনা ভাইরাস নিয়ে আক্ষরিক অর্থেই হি'মশি'ম খাচ্ছে ভারত। আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে বাকি দেশগুলিকে পিছনে ফেলে সর্বোচ্চ সং'ক্র'মণ তালিকায় দ্রুত দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। যে হারে সং'ক্র'মণ বেড়েছে সেই অ'নু'পাতে মৃত্যু কম হলেও এক লক্ষের কা'ছাকা'ছি মৃ'ত্যু খুব কম নয়।  

মহারাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি'র একটি গবেষক দল কেন্দ্রকে এরই মধ্যে ক্যাট কিউ ভাইরাস নিয়ে অ্যা'লা'র্ট করেছে। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে গবেষণার বি'শ'দ প্রকাশিত হয়েছে। এনআইভির বিজ্ঞানীরা জানাচ্ছেন, চীন থেকে নয়া এই ভাইরাস ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আইসিএমআর সূত্রে জানা গিয়েছে, মশার কিউলেক্স প্রজাতির মধ্যে এই ক্যাট কিউ ভাইরাস থাকে। চীন ও ভিয়েতনামে শূকরের মধ্যেও এই ভাইরাসের স'ন্ধা'ন মিলেছে। ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির পূর্ব অনুমোদন নিয়ে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে এ নিয়ে গবেষণা চালায় আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে