মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৬:৪৭

তৃতীয় প্রজন্মের নৌ ব্যালি'স্টিক ক্ষে'পণা'স্ত্রের ভিডিও প্রকা'শ করলো ইরান!

তৃতীয় প্রজন্মের নৌ ব্যালি'স্টিক ক্ষে'পণা'স্ত্রের ভিডিও প্রকা'শ করলো ইরান!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে তী'ব্র উত্তে'জনার মধ্যে তৃতীয় প্রজন্মের ভ'য়ং'কর নৌ ব্যালি'স্টিক ক্ষে'পণা'স্ত্রের ভিডিও প্রকা'শ করেছে ইরানের রেভ'ল্যুশ'নারি গা'র্ডস। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম দাবি করছে, এটি আগের নৌ ক্ষে'পণা'স্ত্রের তুলনায় এর পরিসীমা দ্বিগুণ করা হয়েছে।

নিউজ উইকের সংবাদে বলা হয়ছে, রোববার আইআরজিসি কমা'ন্ডার মেজর জেনারেল হোসেইন সালামির এ ক্ষে'পণা'স্ত্রের কথা ঘোষণার পর সোমবার তৃতীয় প্রজন্মের জলফাঘরই বসির ক্ষে'পণা'স্ত্রের একটি ভিডিও প্রকা'শ করেছে রাষ্ট্রীয় প্রেস টিভি চ্যানেল। প্রেস টিভিতে বলা হয়েছে, ব্যালি'স্টিক ক্ষে'পণা'স্ত্রের পরিসীমা প্রায় ৪৩৪ মাইল- যা ইরানের আগের প্রজন্মের খালিজ-ই ফার্স এবং হরমুজ নেভালি ব্যালি'স্টিক মিসা'ইলের দ্বিগুণেরও বেশি।

খবরে বলা হয়েছে, কৌ'শলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর ২১০ মাইল প্রশস্ত; যার অর্থ জলফাঘর-ই বাসির তাত্ত্বিকভাবে সমুদ্রের যে কোনো জায়গায় শ'ত্রুদের ল'ক্ষ্যব'স্তুতে আ'ঘা'ত হা'নতে স'ক্ষ'ম হবে। তেহরানের জাতীয় মহাকাশ পার্কে ট্রাকে রাখা 'জলফাঘরই বসির' ক্ষে'পণা'স্ত্রের ছবি প্রকা'শ করেছে তাসনিম। উদ্বোধনী অনুষ্ঠানে রেভ'ল্যুশনা'রি গা'র্ডসের ক'মা'ন্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের প্র'তিরো'ধমূলক ব্যবস্থার বি'শ'দ পরিক'ল্প'নার অংশ হিসেবেই এই প্রদর্শনী।

ইরানের সঙ্গে করা পরমাণু চু'ক্তি থেকে ২০১৮ সালে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইরানের বি'রু'দ্ধে একের পর এক নিষে'ধা'জ্ঞা আরো'প করে চলেছে দেশটি। গত জানুয়ারিতে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হা'মলায় নিহ'ত হন ইরানের রেভ'ল্যুশনা'রি গা'র্ডসের মেজর জেনারেল কাশেম সোলাইমানি। এর জ'বা'বে ইরাকে মার্কিন ঘাঁ'টি লক্ষ্য করে বেশ কিছু ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালায় ইরান। সেই থেকে দেশ দুটির মধ্যে উত্তে'জনার পা'রদ বেড়েই চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে