বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৩:১৮

মাত্র পাওয়া- বাবরি মসজিদ ধ্বং'স মাম'লার রায় ঘোষণা, সব আসামি খালাস

মাত্র পাওয়া- বাবরি মসজিদ ধ্বং'স মাম'লার রায় ঘোষণা, সব আসামি খালাস

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ বছর আগে ১৯৯২ সালে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদে হা'মলা চালিয়ে গুঁড়িয়ে দেয়ার ঘ'টনায় অভিযু'ক্ত আসামিদের সবাইকে খালাস দিয়েছেন দেশটির আদালত। বুধবার এই ধ্বং'সয'জ্ঞের সঙ্গে জ'ড়িতদের বিরু'দ্ধে দীর্ঘদিন পর রায় ঘোষণা করছে উত্তরপ্রদেশের লখনৌউয়ের বিশেষ আদালত।

ভারতের প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তৎকালীন নেতা লাল কৃষ্ণ আদভানীর নেতৃত্বে ১৯৯২ সালে দ'ফায় 'দফায় রথযাত্রা হয়। এই রথযাত্রা থেকে ষোড়শ শতাব্দীর অন্যতম এই মুসলিম স্থাপনায় হা'মলা চা'লানো হয়। কট্টরপন্থী করসেবকরা মসজিড় 'গুঁড়িয়ে দেয়। এ ঘ'টনার পরপর দেশটিতে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দা'ঙ্গা শুরু হয়। এতে প্রাণ যায় প্রায় ৩ হাজার মানুষের।

উত্তরপ্রদেশের এই মসজিদ ধ্বং'স বদলে দেয় ভারতের রাজনীতি। মসজিদ ধ্বং'সের সঙ্গে জড়িত বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লাল কৃষ্ণ আদভানী, মুরালি মনোহর যোশী, সাবেক মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিংয়ের বি'রুদ্ধে মা'মলা দায়ের হয়।

প্রায় আড়াই যুগ পর বুধবার এই মামলার রায় ঘোষণা করেছেন আদালত। কিন্তু আদালতে উপস্থিত ছিলেন না বিজেপির অভিযুক্ত শীর্ষ এই নেতারা।
বিস্তারিত আসছে...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে