বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৫১:২১

বাবরি মসজিদ মামলায় যে ৫ কারণ দেখিয়ে সব আসামিকে খালাস

বাবরি মসজিদ মামলায় যে ৫ কারণ দেখিয়ে সব আসামিকে খালাস

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বং'স মামলায় সব আসামিকে খা'লাস করে দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। বুধবার স্থানীয় সময় দুপুরে লখনৌয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব রায় এ রায় ঘোষণা করেন। 

প্রায় তিন দশক ধ'রে চলে আসা বাবরি মসজিদ ধ্বং'স মামলায় অ'ভিযু'ক্ত সবাইকে খা'লাস দিয়ে বিচারক বলেন, প্রথমত মসজিদ ধ্বং'সের ঘ'টনা ''পূর্বপ'রিক'ল্পিত ছিল না।'' তা ছাড়া আসামিদের বি'রু'দ্ধে যথেষ্ট ত'থ্যপ্র'মাণের অভাব, কেন্দ্রীয় গোয়ে'ন্দা সংস্থা সিবিআই যেসব অডিও এবং ভিডিও আদালতে জমা দিয়েছে, সেসবের সত্যতা প্রমাণ করা যায়নি। 

বাবরি মসজিদ ভা'ঙতে যাওয়া সমাজবিরো'ধীদের বা'ধা দিতে গিয়েছিলেন আসামিরা এবং আসামিরা মসজিদ ভা'ঙার সময় যেসব বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট বোঝা যায়নি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বং'স করেছিল উ'গ্রপ'ন্থী হিন্দু কর সেবকরা। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলিমনোহর জোশী, উমা ভারতীর মতো নেতানেত্রীদের বি'রু'দ্ধে মসজিদ ভা'ঙার ষ'ড়য'ন্ত্র, পরিক'ল্পনা ও উ'সকা'নির অ'ভিযো'গ আনা হয়।

বাবরি মসজিদ ধ্বং'স মামলায় ৪৯ জন অ'ভি'যুক্তের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিঙ্ঘল, শিবসেনার বাল ঠাকরে, অযোধ্যার পরমহংস রামচন্দ্র দাসের মতো ১৭ জন ইতিমধ্যে মা'রা গেছেন। প্রায় ২৮ বছর আগের ওই ঘ'টনা চিরকালের মতো বদলে দিয়েছিল ভারতের সামাজিক ও রাজনৈতিক গতিপথ। এ নিয়ে ভারতে রীতিমতো হিন্দু-মুসলিম দা'ঙ্গায় মা'রা যায় প্রায় দুই হাজার মানুষ। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে