বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৬:১৪:০৪

আজ ভারতের বিচার ব্যবস্থার 'কালো দিন' : বাবরি ভাঙা মামলা রায়ে মন্তব্য ওয়েইসির

আজ ভারতের বিচার ব্যবস্থার 'কালো দিন' : বাবরি ভাঙা মামলা রায়ে মন্তব্য ওয়েইসির

আন্তর্জাতিক ডেস্ক : ''১৯৯২ সালের ৬ ডিসেম্বর, মসজিদ ভা'ঙার দিন যেরকম অ'পমা'নিত বোধ করছিলাম আজও সেই একই অনুভব হচ্ছে।'' বাবরি মসজিদ ধ্বং'স মামলার রায় সম্পর্কে কথা বলতে গিয়ে বুধবার এই মন্তব্যই করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

বুধবার দুপুরে বহুপ্রতী'ক্ষিত বাবরি মসজিদ ধ্বং'স মামলার রায় দেন লখনউের বিশেষ সিবিআই আদালত। ৩২ জন অভিযু'ক্তকে বে'কসুর খা'লাস করে দিয়ে জানায়, ওই ঘটনা পূ'র্বপরিক'ল্পিত ছিল না। আদালতের এই রায়ের তী'ব্র স'মালো'চনা করে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানীকে আ'ক্র'মণ করেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। 

ওয়েইসি বলেন, ''হিং'সা ওনাকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছে। আপনারা সবাই খুব ভাল করেই জানেন যে যখনই আডবানী রথযাত্রা বের করেছেন তখন র'ক্তপা'ত ঘ'টেছে। তাই এই রায় হিন্দুত্ববাদের যারা অনুগামী একমাত্র তাদেরই সন্তুষ্ট করবে। আমি তো ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যেরকম অ'পমা'নিত বোধ করছিলাম সেরকমই অনুভব করছি।''

এরপরই সুপ্রিম কোর্টের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ''এই ঘ'টনা সম্পর্কে সুপ্রিম কোর্ট বলেছিল একটি প্রার্থনার জায়গাকে ধ্বং'স করার জন্য আগে থেকে পরিক'ল্পনা করা হয়েছিল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে যদি এই ঘ'টনার ফলে আইনভ'ঙ্গ না হয়ে থাকে তাহলে কি ডিসেম্বরের ৬ তারিখ জাদু বলে মসজিদটি ধ্বং'স হয়েছিল? ১৯৪৯ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর রাতে কি ওখানে জাদুর সাহায্যে মূর্তিগুলি রাখা হয়েছিল? রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন জাদুর সাহায্যে তালা খোলা হয়েছিল?''

আজ ভারতের বিচার ব্যবস্থার 'কালো দিন' বলে দাবি করে এই রায় অভিযু'ক্তদের সা'হস যোগাবে বলেও আশ'ঙ্কা প্রকাশ করেন হায়দরাবাদের সাংসদ। আরও বলেন, ''আদালতের রায়ের সঙ্গে সহমত পোষণ না করা মানেই তাকে অ'বমা'ননা করা নয়। আমরা আশা করব নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার জন্য সিবিআই এই রায়ের বি'রু'দ্ধে আবেদন জানাবে। তা যদি না হয় তাহলে বাবরি মসজিদ ধ্বং'সের ঘ'টনায় অভিযুক্তরা কাশী এবং মথুরার ক্ষেত্রেও একই বিষয়ের পু'নরাবৃ'ত্তি করবে।''

অন্যদিকে এই রায়ের সমালোচনা করেন কংগ্রস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ''বাবরি ধ্বং'সের মামলায় সমস্ত অ'ভিযু'ক্তকে বেকসুর খালাস করে সুপ্রিম কোর্টের রায় ও সংবিধানের ঐতিহ্যকে আ'ঘা'ত দিয়েছে সিবিআইয়ের আদালত। কারণ সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডি'ভিশন বেঞ্চ মসজিদ ধ্বং'সের ঘ'টনাকে বেআইনি বলে উল্লেখ করেছিলেন। দেশের সংবিধান ও সম্প্রীতির আদর্শে বিশ্বাসী সমস্ত ভারতীয় চান কেন্দ্র ও রাজ্য সরকার যেন এই রায়ের বি'রু'দ্ধে আবেদন করে।'' সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে