সোমবার, ০৫ অক্টোবর, ২০২০, ০৮:৪৫:৩৬

সাবমেরিন বি'ধ্বং'সী টর্পেডো মিসা'ইলের সফল পরীক্ষা

সাবমেরিন বি'ধ্বং'সী টর্পেডো মিসা'ইলের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ''প্রতির'ক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা'' (ডিআরডিও)-এর তৈরি 'স্মার্ট' ক্ষে'পণা'স্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। স্মার্টের আসল নাম ''সুপা'রসনিক মিসা'ইল অ্যা'সিস্টে'ড রিলিজ অব টর্পে'ডো'। ক্ষে'পণা'স্ত্রটি শ'ত্রুর জলযান নিমেষে ধ্বং'স করে দিতে পারে জানিয়েছে সংস্থাটি।

ডিআরডিও সূ'ত্রে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, ''সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে ওডিশা উপকূলের হুইলার আইল্যান্ড থেকে 'বুস্টার' হিসেবে ব্যবহৃত একটি ক্ষে'পণা'স্ত্রকে টর্পে'ডোসহ উৎ'ক্ষে'পণ করা হয়। সেটি পূর্ব-নির্দিষ্ট উচ্চতার গিয়ে 'ভেলোসিটি রিডাকশন মেকানিজম' (ভিআরএম) প্রযু'ক্তিতে গতি হ্রা'স করে টর্পেডোটি নিক্ষে'প (রি'লিজ) করে। 

ভারতের প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং 'স্মার্ট'-এর সফল পরীক্ষার পরে টুইটারে লেখেন, ''ডিআরডিও সু'পারস'নিক (শব্দের চেয়ে দ্রুত গ'তিবে'গ সম্পন্ন) ক্ষে'পণা'স্ত্রের সাহায্যে হা'ল্কা ট'র্পে'ডো 'স্মার্ট'-এর সফল পরীক্ষা করেছে। ডুবোজাহাজ বি'রো'ধীযু'দ্ধের ক্ষেত্রে এটি যুগা'ন্তকারী প'দক্ষে'প। ডিআরডিও এবং তার সহযোগীদের আমার অভিনন্দন জানাই।''

ডিআরডিওর চেয়ারম্যান জি সুরেশ রেড্ডি  বলেন, ''ডুবোজাহাজবি'রো'ধী যু'দ্ধে এই টর্পে'ডোই হবে ''গেম চে'ঞ্জার'''। সাধারণ টর্পে'ডোর নিশা'নার বাইরে থাকা শ'ত্রু ডুবোজাহাজকে এই পদ্ধতিতে ঘা'য়েল করা যাবে। এ ছাড়া জাহাজ থেকে নিক্ষে'পযোগ্য এই টর্পে'ডো গভীর জলে ডুবোজাহাজ এমনকি, ''স্টে'ল্থ সাবমে'রিন''কে ধ্বং'স করতে স'ক্ষ'ম বলে দাবি করেছেন তিনি ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে