মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১০:৫৮:৫৩

আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের জমি ছেড়ে দিতে হবে: সাফ জানিয়ে দিল তুরস্ক

আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের জমি ছেড়ে দিতে হবে: সাফ জানিয়ে দিল তুরস্ক

আজারজাইজান ও আর্মেনিয়ার মধ্যে টানা প্রায় দুই সপ্তাহের যু'দ্ধের পর চলতি সপ্তাহের শনিবার যু'দ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তা মানেনি কোনো দেশই। রোববারের পর সোমবারও থামেনি নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার যু'দ্ধ। প্রতিদিনের মতো সোমবারও দুই দেশ যু'দ্ধবিরতি ল'ঙ্ঘনের জন্য অপরের দিকে আঙুল তুলেছে।

শনিবার মস্কোয় আজারবাইজান এবং আর্মেনিয়া একটি সিদ্ধান্তে পৌঁছেছিল। আপাতত যু'দ্ধবিরতির সি'দ্ধান্ত নেয়া হয়েছিল। একই সঙ্গে দুই দেশই আট'ক যু'দ্ধাপরাধীদের হস্তান্তর করবে বলে প্র'স্তাব গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত বাস্তবে তার প্রভাব দেখা যায়নি। আর এর মধ্যেই আর্মেনিয়াকে নিয়ে তারই মিত্রদেশ রাশিয়াকে কড়া বার্তা দিয়েছে তুরস্ক। শান্তি চাইলে আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের জমি ছেড়ে দিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে আঙ্কারা।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু’র সাথে টেলিফোনে কথা বলেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার। সেখানে তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে বলেন, আর্মেনিয়াকে এখনই আজারবাইজানের ভূমি ছেড়ে চলে যেতে হবে এবং বেসামরিক মানুষ-জনের উপর আ'ক্রমণ বন্ধ করতে হবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, নিজের বেদখ'ল হয়ে যাওয়া জমি ফেরত পেতে আজারবাইজান আরো ৩০ বছর অক্ষো করবে না। আর্মেনিয়ার উপর আজারবাইজানের এই হা'মলাকে তুরস্ক সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, নিজের বেদখ'ল হয়ে যাওয়া জমি আবারো ফেরত পেতে নাগার্নো-কারাবাখে অভি'যান চালাচ্ছে আজারবাইজান। সূত্র : ইয়েনি শাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে