বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৫২:২০

রোববার থেকেই অ'স্ত্র কেনা-বেচার নিষে'ধাজ্ঞা উঠে যাচ্ছে: হাসান রুহানি

রোববার থেকেই অ'স্ত্র কেনা-বেচার নিষে'ধাজ্ঞা উঠে যাচ্ছে: হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ''দীর্ঘ ১০ বছরের অন্যায় অ'স্ত্র নিষে'ধা'জ্ঞার অব'সান হতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর রোববার। তিনি আজ (বুধবার) মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন, ১৮ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়ের দিন। কারণ তারা দীর্ঘ চার বছর ধ'রে চেষ্টা চালাচ্ছে যাতে ইরানবিরো'ধী অ'স্ত্র নিষে'ধা'জ্ঞার অবসান না হয়। কিন্তু মার্কিন সরকার এ ক্ষেত্রে ব্য'র্থ হয়েছে। আগামী রোববার থেকে ইরান যার কাছ থেকে ইচ্ছা অ'স্ত্র কিনতে পারবে এবং যার কাছে ইচ্ছা অ'স্ত্র বিক্রি করতে পারবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ''আমেরিকা একের পর এক ব্য'র্থ হচ্ছে। প্রকৃতপক্ষে ইরান, ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ার বি'রু'দ্ধে কোনো ধ'রণের সাফল্য অর্জন করতে পারেনি মার্কিন সরকার।'' ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন অ'পক'র্মের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছিল তারা দায়েশ বা আইএসকে নি'র্মূ'ল করতে এই অঞ্চলে এসেছে। কিন্তু তারা কিছুই করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে