রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ০৮:২০:৩৮

'মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করেছি, আনন্দেই আছি', পোস্ট করে ৪০ হাজার হু'মকি

'মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করেছি, আনন্দেই আছি', পোস্ট করে ৪০ হাজার হু'মকি

আন্তর্জাতিক ডেস্ক : সোনা-গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন নিয়ে শুরু হওয়া হিং'সার আবহে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন তিনি। নিজে মুসলিম হলেও হিন্দু পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আব'দ্ধ হয়েছিলেন তিনি স্বেচ্ছায়। সে কথাই সোশ্যাল মিডিয়ায় জানান দেন পুনের বাসিন্দা জারা পারওয়াল। 

শেয়ার করেন বর নিখিল পারওয়াল ও তার বিয়ের একটি ছবি। আর সেখান থেকেই বি'পত্তি। সোশ্যাল মিডিয়ায় হিংসার কবলে জারা। জারা সেদিন ছবিটি শেয়ার করে লিখেছিলেন, "এটা সেই সব তানিষ্ক ব'য়ক'টকারীদের জন্য। আমি জারা ফারুকি এবং আমার বর নিখিল পারওয়াল। আমরা ২০১৬ সাল থেকে আনন্দেই রয়েছি। আর এটা আমাদের বিয়ের ছবি।"

এর পর থেকেই শুরু হয় স'ন্ত্রা'স। জারা জানিয়েছেন তিনি চল্লিশ হাজার হিং'সা'ত্মক মেসেজ পেয়েছেন, যেখানে তাকে নানা ধ'রনের হু'মকি দেওয়া হয়েছে। ব্য'ঙ্গ, টি'প্প'নী থেকে খু'ন-ধ'র্ষ'ণ সবই অ'স্ত্র হয়েছে ওই হিং'সাকারীদের। কিছুতেই পরি'স্থিতি স্বাভাবিক না হওয়ায়য় পুণে পুলিসের দ্বারস্থ হন জারা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে এফআইআর করেন তিনি। 

প্রসঙ্গত, দিন কয়েগ আগে উত্‍সবের বিজ্ঞাপনে হিন্দু মুসলিম ঐক্যের ছবিটাই তুলে ধ'রতে চেয়েছিল গয়নাপ্রস্তুতকারী ওই সংস্থা। তাদের বি'রু'দ্ধে অভিযোগ ওঠে লাভ জি'হাদ তত্ত্ব ছড়ানোর। ফুঁ'সে ওঠে নেটাগরিক। বলা হয় ,মুসলিম বাড়িতে হিন্দু পুত্রবধূকে দেখানো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব। বাধ্য হয়ে বিজ্ঞাপনটি তুলে নিয়ে ক্ষমা প্রার্থনা করে ওই সংস্থা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে