সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ০৮:৪৭:২১

লাদাখে প্রবেশ চীনা ফৌজির, আ'টক করলো ভারতীয় সেনা

লাদাখে প্রবেশ চীনা ফৌজির, আ'টক করলো ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে উত্তে'জনার মধ্যেই লাদাখে এক চীনা ফৌজিকে আ'টক করলো ভারতীয় সেনা। আপাতত তিনি সেনার হেফাজতে আছেন। সোমবার এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনা। বিবৃতি জারি সেনার মুখপাত্র জানিয়েছেন, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ফৌজির নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। তাকে ডেমচকে সেক্টরে আ'টক করা হয়েছে। 

ভারতীয় সেনার মুখপাত্র বলেন, ''১৯ অক্টোবর (আজ) প্রকৃত নিয়'ন্ত্রণরেখা অতিক্রম করে ঢু'কে পড়ার পর পূর্ব লাদাখের ডেমচক সেক্টরে তাকে (চীনা ফৌজি) আটক করা হয়েছে।'' সেনার তরফে জানানো হয়েছে, উচ্চ এলাকায় বি'রূ'প আবহাওয়া থেকে রক্ষার জন্য চিনা ফৌজিকে চিকিৎসাজনিত সহায়তা প্রদান করা হয়েছে। দেওয়া হয়েছে খাবার ও গরম পোশাক। 

মুখপাত্র বলেছেন, ''নিখোঁ'জ জওয়ানের অবস্থানের বিষয়ে পিএলএয়ের তরফে আর্জি জানানো হয়েছে। প্রোটোকল অনুযায়ী, যাবতীয় নিয়ম পালনের পর চুশুল-মলডো পয়েন্টে তাকে চীনা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।'' গত মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে সংঘা'তে জড়িয়েছে ভারত ও চীন। তারইমধ্যে গত গালওয়ান সংঘ'র্ষের পর উত্তে'জনার পারদ আরও চড়েছিল। 

সেই গালওয়ান উপকত্যকার সেই র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষে প্রাণ হা'রিয়েছিলেন ১৬ বিহার রেজিমেন্টের কমা'ন্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবুসহ ভারতীয় সেনার ২০ জন জওয়ান। সীমান্তের উত্তে'জনা প্রশ'মনের জন্য একাধিক সাম'রিক ও কূ'টনৈ'তিক স্তরের বৈঠকও হয়েছে। এখনও সম'স্যা মেটেনি। বরং প্র'ব'ল শীতেও সেই পরি'স্থিতি জা'রি থাকবে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে