মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০, ১২:০৮:৩৭

আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর চিঠি

আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে ইসরাইল। আজেরি প্রধানমন্ত্রী আলি আসাদোবের কাছে এ চিঠি পাঠান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু। সোমবার এ খবর জানিয়েছে আজেরি সংবাদমাধ্যম আজভিশন। বাকুর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ চিঠি পাঠিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। 

এতে নেতানিয়াহু উল্লেখ করেন, আজারবাইজানের স্বাধীনতায় স্বীকৃতিপ্রাপ্ত প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে পেরে ইসরাইল গর্বিত। চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ৩০ বছরে ইসরাইলি ও আজারবাইজানিদের সত্যিকারের বন্ধুত্বের ভিত্তিতে দু'দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপন করা হয়েছে।

এতে ইসরাইলি প্রধানমন্ত্রী এই এলাকায় সাধারণ স্বার্থের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের জন্য যৌথ প্রচেষ্টার প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। চিঠিতে বেনিইয়ামিন নেতানিয়াহু আজারবাইজানি জনগণের উন্নতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।

২৭ সেপ্টেম্বর থেকে বিরো'ধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যু'দ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যু'দ্ধবিরতিতে সম্মত হয়। 

এ যু'দ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যু'দ্ধব'ন্দিসহ অন্যান্য ব'ন্দি বিনিময় ও মৃ'তদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। ১১ অক্টোবর থেকে যু'দ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যু'দ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যু'দ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযু'ক্ত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে