বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ০৮:৫০:০৭

তাইওয়ানের সঙ্গে ভারতের ব্যবসায়িক আলোচনা, দিল্লিকে কঠোর হুঁশিয়ারি চীনের

তাইওয়ানের সঙ্গে ভারতের ব্যবসায়িক আলোচনা, দিল্লিকে কঠোর হুঁশিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের সঙ্গে ভারতের ব্যবসায়িক আলোচনার খবর পেয়েই ক্ষু'ব্ধ হয়েছে চীন। এরপরই ভারতকে 'এক চীন নীতি'র প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দিয়ে তাইপে-এর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন না করার বার্তা দিল শি জিনপিংয়ের প্রশা'সন। এই বিষয়ে ভাবনাচিন্তা করে পদক্ষেপ নিতে বললো।

সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যমে ভারত তাইওয়ানের সঙ্গে বাণিজ্য শুরু করতে পারে বলে খবর প্রকাশ হয়েছিল। মঙ্গলবার সেই প্রসঙ্গ উত্থাপন না করেই ভারতকে হুঁ'শিয়ারি দেন চীনের পররাষ্ট্র মুখপাত্র ঝাও লিজিয়ান। সাংবাদিকদের মুখো'মুখি হয়ে বলেন, ''পুরো বিশ্বে একটাই চীন এবং তাইওয়ান আগাগোড়াই তার অবিচ্ছেদ্য অংশ।'

তিনি বলেন, ''ভারত-সহ গোটা বিশ্বই তা জানে। তাই অন্য দেশের সঙ্গে তাইওয়ানের আলাদা করে তৈরি হওয়া কোনও সম্পর্ককে আমরা স্বীকৃতি দিই না। উলটে কোনও দেশ যদি তাইওয়ানের সঙ্গে ব্যবসায়িক বা অন্য সম্পর্ক স্থাপনের জন্য চু'ক্তি সই করে তার তী'ব্র বিরো'ধিতা করি আমরা। ভারতের উচিত এই বিষয়টি মাথায় রেখে যেকোনও সিদ্ধান্ত নেওয়া। এক চীন নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচক্ষণ পদক্ষেপ নেওয়া।''

মালাবার উপকূলে আগামী মাসে হতে চলা কোয়াডের নৌ মহড়া নিয়েও ভারতের বি'রু'দ্ধে তোপ দাগে ঝাও লিজিয়ান। মঙ্গলবার এপ্রসঙ্গে বলেন, ''বিষয়টি উপর আমরা নজর রাখছি। আমরা সবসময় মনে করি বিভিন্ন দেশের মধ্যে সামরিক মহড়া হওয়া উচিত আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য। আশাকরি সেটা বজায় থাকবে।''

বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর হলে টেকনোলজি এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে বেশি লাভবান হবে ভারত। তবে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে কবে আলোচনা করা হবে, তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তাই এই সম্পর্কে এখনই কোনও অনুমান করা ঠিক হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে