বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ০৯:৪৮:১৯

আজারবাইজানকে উচিত শিক্ষা দিতে ইরানের সাহায্য চায় আর্মেনিয়া

আজারবাইজানকে উচিত শিক্ষা দিতে ইরানের সাহায্য চায় আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানকে উচিত শিক্ষা দিতে ইরানের সাহায্য চায় আর্মেনিয়া। যদিও আজারবাইজান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কূটনীতির উপস্থিতির প্রশংসা করছে। নিউজ উইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশ বিশ্বাস করে ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র দক্ষিণ ককেশাস অঞ্চলের সং'ঘা'ত নির'সনে যথেষ্ট ভূমিকা পালন করছে না।  

বিরো'ধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরো'ধ চলছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে শুক্রবার সং'ঘা'ত বন্ধের জন্য ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন। মধ্য'স্থতাকারী তিন দেশ হল- ইরান, রাশিয়া ও তুরস্ক। সং'ঘা'ত নির'সনে এ তিন দেশ সহযোগিতা করবে বলে ওই প্রস্তাবে বলা হয়। 

প্রতিবেশী দুই দেশের মধ্যে সং'ঘা'ত নির'সনে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইউরোপস (মিনস্ক গ্রুপ) গঠন করেছিল ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। নিউজউইকের কাছে দেয়া সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত আর্মেনিয়ান রাষ্ট্রদূত ভারুজহান নেরসায়ান ইরানের প্রস্তাবটির প্রতিক্রিয়া জানিয়েছেন।
 
তিনি বলেন, ''আমরা নাগোরনো-কারাবাখ বিরো'ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইরানের ভারসাম্য পদ্ধতি এবং প্রচেষ্টাকে গুরুত্ব দেই, যা ১৯৯১ সাল থেকে সং'ঘা'ত চলে আসছে। আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতিবেশী দেশ ইরান, এবং এটি আর্টসাখ প্রজাতন্ত্রের সঙ্গে সীমান্ত শেয়ার করেছে।'' নাগোরনো-কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অঞ্চল হিসেবে স্বীকৃত। 

সেখানে বসবাসরত জাতিগত আর্মেনীয়রা আলাদা দেশের দাবিতে স্বঘোষিত আর্টসাখ প্রজাতন্ত্র হিসেবে নিজেদের জানান দেয়। যদিও এখন পর্যন্ত কোনো দেশ এটিকে স্বীকৃতি দেয়নি। এমনকী আর্মেনিয়াও দেয়নি। ওই অঞ্চলটি পুনরায় দ'খলের জন্য ম'রিয়া হয়ে মাঠে নেমেছে আজারবাইজান। তুরস্ক আরেকটি শক্তিশালী প্রতিবেশী দেশ যাদের সঙ্গে ঐতিহাসিকভাবেই আর্মেনিয়ার সঙ্গে দু'র্ব'ল সম্পর্ক।

আর্মেনিয়া বাকু ও আঙ্কারার চা'প থেকে মুক্ত হতে তেহরানের ভূমিকা দেখছে।  নিউজউইককে সাক্ষাতকারে আর্মেনিয়ান রাষ্ট্রদূত ভারুজহান নেরসায়ান বলেন, ''এই অঞ্চলের আ'গ্রা'সন আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে, আমি মনে করি ইরানে সেই সক্ষ'মতা রয়েছে; আজারবাইজানকে নিয়'ন্ত্রণে রাখতে এবং তুরস্ককে নাগোরনো-কারাবাখে আ'গু'ন না জ্বালানোর জন্য আহ্বান জানাতে পারে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে