শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৩৬:৪৭

আজারবাইজান-আর্মেনিয়ার সঙ্গে প্রতিদিন কথা বলেন পুতিন!

আজারবাইজান-আর্মেনিয়ার সঙ্গে প্রতিদিন কথা বলেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান-আর্মেনিয়ার যু'দ্ধে রাশিয়া কী করছে এ কৌতুহল অনেকের মাঝেই রয়েছে। এ নিয়ে রাশিয়ার ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে। এবার রুশ প্রেসিডেন্ট পুতিন নিরবতা ভে'ঙে নিজেই জানিয়েছেন তিনি নাগোর্নো-কারাবাখ ইস্যুতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

তিনি বলেন, ''আমি প্রতিদিন একাধিকবার তাদের সঙ্গে ফোনে কথা বলি। দুই পক্ষেরই প্রচুর পরিমাণ হ'তাহ'ত হয়েছে। উভয় পক্ষেই দুই হাজারের বেশি মানুষ মা'রা গেছে। নিহ'তের সংখ্যা শীঘ্রই পাঁচ হাজার স্পর্শ করতে যাচ্ছে।"  যুক্তরাষ্ট্রকেও নাগোর্নো-কারাবাখ অঞ্চলে শান্তি ফেরানোর লক্ষ্যে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পুতিন বলেন, ''আমি প্রতিদিন একাধিকবার দুই পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই যু'দ্ধে কোনো এক পক্ষের সমর্থন করব না।''

এর আগে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৭শে সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে ৮৭৪ জন সেনাসদস্য এবং ৩৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে যে ৬১ জন আজেরী বেসামরিক নাগরিক মা'রা গেছেন। কিন্তু সেনাবাহিনীর কতজন মা'রা গেছেন, সেবিষয়ে কিছু জানানো হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে